৬৮ দিনের মধ্যে ধ্বংস হবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ!

Rate this item
(2 votes)
আর মাত্র ৬৮ দিন পরই নাকি নেমে আসবে ঘোর প্রাকৃতিক দুর্যোগ। ধ্বংস হয়ে যাবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ।

এমন আশঙ্কার কথা জানিয়েছেন ভারতীয় জ্যোতিষীরা। ২০ এপ্রিল থেকে ২৬ জুনের মধ্যে নেমে আসবে বিপদ। খবর জি ২৪ ঘন্টা'র। জৌতিষীরা বলছেন, এই সময়কালে শনি ও মঙ্গল গ্রহ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে।

এর প্রভাবে পৃথিবীতে সুনামি, ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। আর এই বিপর্যয়ের কবলে পড়বে ভারতও!
0 awesome comments!
Scroll to Top