0 awesome comments!
যেখানে ৮৮ দিনে হয় বছর
সময় খারাপ গেলে মনে হয় বছরটা যেন কাটতেই চাইছে না। ৩৬৫টা দিন তখন মনে হয় কত দীর্ঘ। বছরে একবার হয় ইনক্রিমেন্ট, ইনসেনটিভের মত দারুণ ব্যাপারটা। কিন্তু ৩৬৫ দিন মানে তো অনেক লম্বা সময়ের ব্যাপার। আচ্ছা যদি আপনাকে এমন একটা জায়গার ঠিকানা দিই যেখানে ৩৬৫ নয়, ৮৮ দিনে হয় বছর। তাহলে বলুন তো একমাত্র বয়স বাড়া ছাড়া বাকি সব কিছুতে কত ভাল হয়।
মাত্র ৮৮ দিনের মধ্যেই বেতন বাড়া। নতুন ক্লাস। নববর্ষ উৎসব। আচ্ছা নিন, ঠিকানা এবার বলেই দিই। তবে ওখানে যাবার সাধ্য কি হবে? জায়গাটা হল সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন। তাই বুধে ৮৮ দিনে এক বছর হয়।
মাত্র ৮৮ দিনের মধ্যেই বেতন বাড়া। নতুন ক্লাস। নববর্ষ উৎসব। আচ্ছা নিন, ঠিকানা এবার বলেই দিই। তবে ওখানে যাবার সাধ্য কি হবে? জায়গাটা হল সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন। তাই বুধে ৮৮ দিনে এক বছর হয়।
Published in
Khobor Tobor