নগ্ন বাইসাইকেল প্রতিযোগিতা
মানুষ যেন ফের আদিমতায় ফিরে যাচ্ছে। নগ্নতায় খুঁজছে সুখ, প্রশান্তি। প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার হচ্ছে নগ্নতা। নগ্ন হয়ে হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ব্যস্ততম সড়কের পাশে। বিশ্বে কিছু গ্রামেরও সন্ধান পাওয়া গেছে যেখানে কেউ কাপড় পরে না। আছে নগ্ন সিবিচ। হয় নগ্ন পুল পার্টি। চ্যারিটি ফান্ডের জন্য টাকা তুলতে অনেক মানুষ নগ্ন হয়ে ফটোশ্যুট করছে, যা থেকে হচ্ছে ক্যালেন্ডার, সেটা বিক্রি করে উঠছে টাকা। আর এসব কাজে বরাবরই এগিয়ে পশ্চিমা বিশ্ব। গত ৩০ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হয়ে গেল নগ্ন বাইসাইকেল প্রতিযোগিতা।
বছরে একবার সব বয়সী সাইকেল চালকদের নিয়ে হয় এই 'ফিলি ন্যাকেড বাইক রাইড'। এ বছরও শতাধিক লোক নগ্ন ও অর্ধনগ্ন হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উলঙ্গ হয়ে ১২ মাইল সাইকেল চালিয়ে নারী, পুরুষ ও তরুণরা শহর 'ব্রোথারলি' পৌঁছেন। সেখানে তারা রাতে পার্টি করে আনন্দ উল্লাস করেন। ২০০৪ সাল থেকে এই নগ্ন সাইকেল চালানো প্রতিযোগিতা শুরু হয়।