মদের পরিবর্তে সাবান?

Rate this item
(1 Vote)

ভারতের বিহার রাজ্যে সম্প্রতি মদ পানে নিষধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন সেখানকার নিয়মিত মদ পানকারীরা। কিন্তু মদের নেশা কী অার কাটে! তাইতো বিহার রাজ্যের মদ্যপরা এখন মদ না পেয়ে খাচ্ছেন সাবান, কাগজ ও ব্যথানাশক ওষুধ! যেকোনো নেশাজাতীয় দ্রব্য সেবনকারীদের ক্ষেত্রে যেমনটি হয়, বিহারের মদ পানকারীদের ক্ষেত্রেও তেমনটি হচ্ছে।

মদ পান করতে না পাওয়ায় অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। অনেকে পরিবারের সদস্যদের চিনতে পারছেন না। এমনকি মদের তৃষ্ণা মেটাতে একজন সাবান খাচ্ছেন। শুধু তাই নয়, মদ পান করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। খবরে বলা হয়, এক ব্যক্তি দিনে ৬০০- ১২০০ মিলিলিটার দেশি মদ পান করতেন।

৩১ মার্চ পর্যন্ত তিনি তা পান করেছেন। পরে তা নিষিদ্ধ করায় কয়েকদিন ধরে তিনি এই মদ পান করতে পারেননি। ফলে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি পরিবারের কাউকে চিনতে পারছেন না। এমনকি তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না। গত বুধবারই বিতিয়াহ জেলায় যেকোনো মদের তৃষ্ণা মেটাতে সাবান খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। তা টেলিভিশনেও প্রচার হয়েছে। কিছু মাদকাসক্তি নিরাময় কেন্দ্র জানিয়েছে, মদ না পেয়ে অনেকে কাগজ ও ব্যথানাশক ওষুধ খেয়ে এর চাহিদা মেটাচ্ছেন। শুধু তাই নয়, কিশোররা এর চাহিদা পূরণে মরিচ খাচ্ছে।

বুধবার রাজ্যটির নতুন ৩৮টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ৭৪৯ জনকে ভর্তি করা হয়েছে। এ ভয়াবহতা প্রতিকারে রাজ্য সরকারকে আরও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ঘটনাগুলো তারা পর্যবেক্ষণে রাখছেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও এর চিকিৎসার ব্যবস্থা থাকছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জেলা হাসপাতালগুলোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে আরও নার্স নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রের ধারণক্ষমতা ১০ থেকে ২০ শয্যাবিশিষ্ট করা হবে। রাজ্যের ৬টি মেডিকেল কলেজের মধ্যে ৫টিতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র খোলা হবে।

ইতোমধ্যে রাজ্যটিতে মদ পানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাটনা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন এক ব্যক্তি। হাইকোর্ট এর শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিহারে মদ পানে নিষেধাজ্ঞা আরোপ করে রাজ্য সরকার। 

0 awesome comments!

খবর টবর

Scroll to Top