মশার কামড়ে অন্ধ
মশার কামড়ে সাধারণত জ্বর বা প্রাণঘাতী রোগ হয়ে থাকে, দৃষ্টিশক্তি হারানোর কথা শোনা যায় না। তবে ৬৯ বছর বয়সি এক ব্রিটিশ নারীর জীবনে ঘটল এমনই এক বিরল ঘটনা। মশার কামড়ে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেলেন তিনি।
যদিও মশার কামড়ের ওই ঘটনা ভুক্তভোগীর নিজের দেশে ঘটেনি। ২০১৪ সালের জুলাইয়ে ক্যারিবিয়ান অঞ্চলের গ্রেনাডা দ্বীপে বেড়াতে যান লন্ডনে বসবাসরত ওই নারী। এ সময় তিনি ‘চিকুনগুনিয়া জ্বরে’ (এডিস অ্যালবোপিকটাস ও এডিস এজিপটি নামক মশার কামড়ে হয়ে থাকে) আক্রান্ত হন। শরীরে রোগ (জ্বর, মাথা ব্যথা) নিয়েই ওই বছরের আগস্টে দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগতে থাকেন। ডান চোখে দেখতে পান না তিনি।
ওই বছরই চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি। বেশ কিছু পরীক্ষাও দেওয়া হয়। পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা ওই নারীর অন্ধ হয়ে যাওয়ার বিষয়ে মশার কামড়কেই দায়ী করেছেন।
লন্ডনের যে হাসপাতালে ওই নারী চিকিৎসা সেবা নিয়েছেন সেখানকার চক্ষুবিশেষজ্ঞ অভিজিৎ মোহিত বলেন, 'চিকুনগুনিয়া সংক্রমণের জটিলতায় তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন।'
ওই নারী হাসপাতালের চিকিৎসদের জানিয়েছিলেন, তিনি ডান চোখের নিচের বেশির ভাগ অংশ দিয়ে দেখেন না। মোহিত বলেন, চিকুনগুনিয়া জ্বরের ভাইরাসের কারণে তার অপটিক নার্ভের (চোখের স্নায়ু) সেলের মৃত্যু হয়েছে। যে কারণে তিনি অন্ধ হয়ে গেছেন। চিকিৎসা করানোর পরও অন্ধত্বের জীবন থেকে তিনি মুক্তি পাননি। চলতি মাসেই লন্ডনের ওই হাসপাতালে পরামর্শ নিতে গিয়েছিলেন ওই নারী।
স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম লাইভ সায়েন্সে এ রোগের কারণ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। আফ্রিকা ও এশিয়ায় এ রকম রোগের প্রাদুর্ভাব ঘটার সম্ভবনা খুব বেশি বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।