ভাড়ায় পাওয়া যাবে নকল প্রেমিকা

Rate this item
(1 Vote)

ভণিতা কিংবা প্রতারণার অভিযোগও আনবে না কেউ।মন ভেঙ্গে দেউলিয়া হবার আঘাতও পাবারও কোন ব্যপার নেই।আবার প্রণয় পরিণতি না পেলে দুষবে না আরেক পক্ষকে।

এমন স্বপ্নের সম্পর্কের খোঁজে থাকা পুরুষদের জন্য উত্তর অ্যামেরিকায় সম্প্রতি ইনভিসিবল গার্লফ্রেণ্ড নামে একটি সাইট জনপ্রিয় হয়ে উঠেছে।আর এখান থেকেই এখন হাজারো মানুষ খুঁজে নিচ্ছেন নকল মনের মানুষ।এই সাইটে নির্ধারণ করা যায় আকাঙ্ক্ষিত প্রেমিকার ব্যক্তিত্বও।কেবল রুচি আর চাহিদা অনুযায়ী মানুষ খুঁজে নেয়া।কেবল টেক্সট মেসেজ চালাচালির মধ্যে সম্পর্ক সীমাবদ্ধ রাখতে চাইলে গুনতে হবে মাসে পনের ডলার।ভয়েসমেইল চান?সাথে মাঝেমধ্যে এমএমএস?মাসে পঁচিশ ডলার।আর সপ্তাহশেষের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পাবে যাবার সময় যদি চান প্রেমিকা সাথে থাকুক, তাহলে গুনতে হবে আরেকটু বেশি অর্থ।এই নকল প্রেমিকাদের প্রতি বড় কোন দায়িত্ব পালন কিংবা প্রতিশ্রুতি পূরণের তাগাদা নেই, আবার তারা কেবল ক্ষণস্থায়ী ফুর্তির সঙ্গীও নয়।সেকারণে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে সাইটটি।

0 awesome comments!
Scroll to Top