কেন পালন করা হয় ‘‌নো শেভ নভেম্বর’ ট্রেন্ড!

Rate this item
(3 votes)
সারা বিশ্বেই এখন গোটা নভেম্বের দাড়ি না কামিয়ে ‘‌নো শেভ নভেম্বর’‌ পালন করার রেওয়াজ চলছে। কিন্তু হয়তো জানেন না, কেন পালন করা হয় ‘‌নো শেভ নভেম্বর’।

বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছে ক্যানসার সচেতনতার ঘটনা।
২০০৭ সালে দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা যান শিকাগোর বাসিন্দা ম্যাথু হিল। তার স্মরণে ম্যাথুর পরিবার একটি সচেতনতা অভিযান শুরু করেন। যেহেতু দাড়ি রাখলে ত্বকের ক্যানসার প্রতিরোধের সম্ভাবনা বাড়ে, তাই গোটা নভেম্বর মাস জুড়ে পুরুষদের দাড়ি না কেটে ক্যানসারের বিরুদ্ধে বার্তা দেওয়ার পরিকল্পনা করেন তারা।

গোটা প্রচার অভিযানের নাম হয় ‘‌নো শেভ নভেম্বর। ’‌ আস্তে আস্তে গোটা আমেরিকাতেই জনপ্রিয় হয়ে ওঠে এই প্রচার অভিযান। সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চলতি বছরে গতকাল বুধবার থেকে শুরু হল নভেম্বর মাস। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ‘‌নো শেভ নভেম্বর’‌ পালনও।
0 awesome comments!
Scroll to Top