অনলাইনে বিবাহিত পুরুষ খুঁজে বেড়ান ক্যারোলিন
অনলাইন থেকে ক্যারোলিনের অফলাইনে। প্রথমে অনলাইন ডেটিং, পরে বাস্তবজীবনের সঙ্গী। অনলাইন থেকে ক্যারোলিনের রিয়াল লাইফে সঙ্গী হয়েছেন অন্তত সাতজন পুরুষ। কিন্তু ক্যারোলিন এঁদের মধ্যে মাত্র দু'জনকেই বেছে নিয়েছিলেন তাঁর শয্যাসঙ্গী হিসেবে। ক্যারোলিন হোর বিবাহবিচ্ছিন্না। আর পাঁচজন ডিভোর্সি-র মতো তিনিও ডেটিং সাইটগুলিতে মেতে থাকেন। তবে ক্যারোলিনের রোম্যান্সের ধরণটা একটু অন্য প্রকারের। তিনি সন্ধান করেন সুদর্শন, আকর্ষণীয় এবং প্রথানুগ। কিন্তু এখানেই তাঁর চাহিদা শেষ নয়। তিনি কেবলমাত্র বিবাহিত পুরুষেরই সঙ্গিনী হতে আগ্রহী। তাঁর নিজের বিয়ে ভেঙেছে ৮ বছর আগে। অনলাইনে তিনি এখন পর্যন্ত সমানে খুঁজে যান প্রেম। যে দু'জনের বিছানাসঙ্গী হয়েছিলেন ক্যারোলিন তাদের একজনের স্ত্রী ক্যানসার আক্রান্ত এবং অন্যজনের স্ত্রী সদ্য মা হয়েছিলেন তখন। অন্যথায় প্রেম করায় আপত্তি নেই ক্যারোলিনের। প্রেমিকের তালিকায় রয়েছে পাইলট, ব্যারিস্টার, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। কারও বিয়ে ভাঙুক, তিনি তা চান না। এই প্রেমাসক্তির কারণে কিছুটা অপরাধবোধেও ভোগেন। কিন্তু কী করবেন! বার বার প্রেম পায় যে। তাই তো...