চ্যারিটির জন্য নগ্ন ফোটোশুট শিক্ষার্থীদের

Rate this item
(4 votes)

খরা কবলিত মানুষদের সাহায্য করাই তাঁদের মূল লক্ষ্য। তার জন্য উলঙ্গ হতেও পিছপা হলেন না সিডনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া খরা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যার্থে করার জন্য চ্যারিটি ক্যালেন্ডারের জন্য নগ্ন ফোটোশুট করলেন তাঁরা।

আর এই ফোটোশুটের জন্য দু’সপ্তাহ সময় লাগলেও একটুও হতাশ নন এখানকার শিক্ষার্থীরা। গ্রাম্য পরিবেশে এই ফোটোগুলি তোলা হয়েছে। আর সঙ্গী কখনও ঘোড়া, কখনও কুকুর, কখনও ভেড়া, আবার কখনও গোরু বা মুরগী।

দেশজুড়ে খরা কবলিত এলাকার কৃষক, তাঁদের পরিবার ও জীব জন্তুদের জন্য অর্থ সংগ্রহের কারণেই এই ক্যালেন্ডার। তবে এই প্রথম নয়। ৩০ বছর ধরে নগ্ন ফোটোশুটে অংশ নিচ্ছেন সিডনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। আর সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যই এই উলঙ্গ ফোটোশুট।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top