বোমার গল্প বলে হাজতবাস কিশোরের

Rate this item
(1 Vote)

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুল থেকে আর্মান সিং সারাই (১২) নামের ভারতীয় বংশোদ্ভুত এক শিখ ছাত্রকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার অপরাধ, মজা করে সে তার বন্ধুদের বলেছিল বোমা মেরে সে তাদের স্কুল উড়িয়ে দেবে। আর সেখান থেকেই বিভ্রান্তির সূত্রপাত। এরপর জুভেনাইল জাস্টিস ডিপার্টমেন্টে টানা তিনদিন ধরে বন্দি ছিল আর্মান। নিকোলাস জুনিয়র স্কুলের ছাত্র আর্মান। মজা করে সে তার বন্ধুকে বলেছিল যে তার ব্যাগে বোমা লুকনো আছে। আর স্কুলটা বোমা মেরে উড়িয়ে দেবে সে। খবর পেয়েই পুলিশ ডাকেন প্রিন্সিপ্যাল। এরপর জুভেনাইল জাস্টিস ডিপার্টমেন্টে তাকে তিন দিন আটক রাখা হয়। ফেসবুকে আর্মানের দিদি গিনি জানিয়েছে, 'স্কুলের কোন ছাত্র মজা করেই প্রিন্সিপ্যালকে অভিযোগ জানিয়ে দিয়েছিল। তাতেই এই বিপত্তি ঘটে। কোন জিজ্ঞাসাবাদ না করেই প্রিন্সিপ্যালও খবর দেন পুলিশে। পরে ওই ছাত্রের ব্যাগ খুঁজে কোন বোমা পাওয়া যায়নি। সন্ত্রাসের হুমকি দেওয়াতেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের তরফে প্রিন্সিপ্যালের কাছে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা অভিযোগ করাতেই ব্যবস্থা নিয়েছেন তিনি। প্রসঙ্গত, টেক্সাসেই জন্ম আর্মানের। কিছুদিন আগে তার পরিবার ডালাস চলে গেছে। আর্মানের হার্টের সমস্যা রয়েছে। তার তিনটি সার্জারি হয়েছে বলেও জানা গেছে। যদিও পুলিশ এই বিষয়টি জানেনা বলেই জানিয়েছে।

0 awesome comments!
Scroll to Top