হাফ প্যান্ট পরে আদালতে বিচারক!

Rate this item
(1 Vote)

বিচারক বা অাইনজীবীরা সচরাচর ফিটফাট হয়ে পরিপাটি ও আনুষ্ঠানিক পোশাক পরে নিজেদের কর্মস্থলে আসছেন এটাই স্বাভাবিক। কলম বা সংশ্লিষ্ট কাগজপত্র ভুলে বাসায় রেখে যেতে পারেন যা হয়তো তেমন কোনো বিষয় না। তাই বলে শুধু হাফ-প্যান্ট পরে আদালত অঙ্গনে! ভারতে এমনই এক ঘটনা ঘটিয়েছেন এক বিচারক। যদিও আদালত চত্বরে ঢোকার সময় তার গায়ে একটি টি শার্ট ছিল। তাও কিছুক্ষণ পর খুলে ফেলেন। এরপর তার গায়ে থাকে কেবল একটি প্যান্ট। তাও আবার অাধা! ভারতের পারিবারিক আদালতের ওই বিচারকের নাম জ্যেষ্ঠমনি মূঢাসিং। মূলত তিনি কিছুদিন ছুটিতে ছিলেন। এরমধ্যে প্রচুর মদ্যপান করেছেন। ছুটির শেষ দিনের আগের রাতেও প্রচুর মদ্যপান করেন। ফলে ছুটি শেষে অনেকটা  মদ্যপ অবস্থায়-ই আদালতে আসেন তিনি। হুশ না থাকায় অাদালতে যে যাচ্ছেন সেজন্য তার কোনো প্রস্তুতিও ছিল না। এমনকি আদালতে ঢুকে তিনি এক সিভিল সার্জনকেও পিটিয়েছেন। অবশ্য এসব কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য শাস্তির মুখে পড়েছেন ওই বিচারক। শাস্তি হিসাবে ত্রিপুরা হাইকোর্ট পরবর্তী দুই বছর মূঢাসিংয়ের বেতন বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে।

0 awesome comments!
Scroll to Top