বোনের পাশে নগ্ন স্বামী, অতঃপর
যমজ বোনের সঙ্গে স্বামী একটা ঘোল পাকাচ্ছেন তা বেশ আঁচ করতে পেরেছিলেন স্ত্রী। দু'জনের চোখে-মুখে অপরাধবোধের ছাঁয়া ছিল। চাল-চলনেও সন্দেহের অবকাশ রয়েছে। কিন্তু কোনভাবেই হাতেনাতে ধরতে পারছিলেন না। উপায় বের করলেন বন্ধুদের পরামর্শে। জিপিএস ট্র্যাকার ব্যবহার করে ভরা রাস্তায় ফাঁস করে দিলেন স্বামী আর বোনের কীর্তি! শুধু ফাঁসই করলেন না, নগ্ন অবস্থাতেই তাঁদের রাস্তায় এনে দাড় করালেন। ঘটনাটি চীনের। যদিও দেশটিতে মাঝে-মধ্যেই এমন দু'একটা খবর সামনে আসে। কিন্তু এসব খবরে মানুষের আগ্রহের কি আর কমতি আছে? প্রকাশ্য রাস্তায় এই ঘটনা দেখে ততক্ষণে চক্ষু চড়কগাছ পথচারীদের। অনেকে আবার চট করে পকেট থেকে মোবাইলটি বের করে ছবি তুলেও নিলেন।
আর যায় কোথায়, কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল সেই ছবি। ২৯ বছরের তিং সু অনেক দিন ধরেই স্বামীর সঙ্গে বোনের সম্পর্কের বিষয়টি নিয়ে সন্দেহ করছিলেন। অনেকটা নিশ্চিত হলেও প্রমাণ পাচ্ছিলেন না।
কারণ তারা মেলামেশার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতেন। কোনও উপায় না দেখে শেষে তিনি বন্ধুদের জানান। সকলের পরামর্শেই সিদ্ধান্ত নেন জিপিএস ট্র্যাকার নিয়ে স্বামীর সারাদিনের কাজকর্মে নজর রাখবেন। এই প্ল্যানে সফলও হন তিনি। নিজের ফোনে একটি স্পাই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন। তা থেকে জিপিএস ট্যাকারের মাধ্যমে স্বামীর মোবাইল ট্র্যাক করতে শুরু করেন। ট্র্যাক করেই জানতে পারেন স্বামী এই মুহূর্তে একটি শপিং মলের সামনে রয়েছেন। সোজা চলে যান সেখানে।
কিন্তু শপিং মলের সামনে গিয়ে লাভটা কী? সেটা জানা গেল কয়েক মুহূর্তেই। শপিং মলের সামনে দাঁডিয়ে থাকা গাড়ির মধ্যে স্বামী এবং তাঁর বোনকে নগ্ন অবস্থায় উদ্ধার করেন তিং সু। এরপর তাঁদেরকে গাড়ি টেনে ওই অবস্থাতেই টেনেহিঁচড়ে বের করে আনেন। তারপর গাড়ির দরজা লক করে চাবি নিয়ে চলে যান। স্বামী নিজেদের সম্মান বাঁচাতে দু'জনেই তখন দরজা খোলার মরিয়া চেষ্টা চালাতে থাকেন। আর চারপাশে অসংখ্য মোবাইলে ততক্ষণে চালু হয়ে গেছে ক্যামেরা। ক্লিকের পর ক্লিক। কেউ আবার ভিডিও করে নিয়েছেন পুরো ঘটনাটা। এরপর অবশ্য ওই সংসারে কী হয়েছিল তা জানা যায়নি।