চলচ্চিত্রে বিয়ে পড়ানোয় ইমাম চাকরিচ্যুত

Rate this item
(1 Vote)

ভারতের কাশ্মীরে ধারণ করা হয়েছিল শহীদ কাপুর অভিনীত 'হায়দার' সিনেমাটি। এই ছবিতে বিয়ে পড়ানোর জন্য গোলাম হাসান শাহ নামের এক ইমামের দৃশ্য ধারণ করা হয়। আর এতেই কাল হলো ইমামের। পর্দায় দেখা যাওয়ায় তার চাকরি চলে গেছে বলে জানা গেছে। 

ওই ইমামের দাবি, তাকে নাকি বলা হয়েছিল এই ভিডিও ধারণ করা হচ্ছে একটি শিক্ষামূলক কাজের উদ্দেশ্যে। কিন্তু পরে তা হায়দার সিনেমায় দেখানো হয়। তাই ইমাম উকিলের মাধ্যমে সিনেমার পরিচালক বিশাল ভারদ্বাজকে একটি নোটিশ পাঠান।

ইমাম শাহ এর উকিল দাবি করেছেন সিনেমায় ইমামকে দেখালে ইসলামবিরোধী আচরণের কারণ দেখিয়ে তাকে চাকুরিচ্যুত করা হয়। এখন তাই সিনেমার পরিচালককে জনসমক্ষে ইমামের নিকট ক্ষমা চাইতে হবে, আর তা না হলে ৫০ লক্ষ রুপি জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত 'হায়দার' সিনেমা গত বছর মুক্তি পায়। এবং সিনেমার শুটিংয়ের সময় কাশ্মীরের স্থায়ী অনেকেই সিনেমায় অংশগ্রহণ করেন।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top