এবার আলাস্কায় 'গাঁজার' বৈধতা
যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজ্য হিসেবে আলাস্কায় গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে সেখানে প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন আইনত বৈধ। ২০১২ সালে কলোরাডো ও ওয়াশিংটনে বিনোদনমূলক গাঁজা বৈধতা পেলেও ২০১৪ সালে ওই ২ রাজ্যে খুচরা গাঁজা বিক্রি শুরু হয়। খবর হাফিংটন পোস্টের
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজ্য হিসেবে আলাস্কায় গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ করতে গত নভেম্বর আলাস্কায় গণভোট অনুষ্ঠিত হয়। রাজ্যের ৫৩ শতাংশ ব্যক্তি এর পক্ষে ভোট দিয়েছিলেন। বৈধতা পাওয়ায় এখন থেকে আলাস্কায় ২১ বছর থেকে শুরু করে তার বেশি বয়সের ব্যক্তিরা ১ আউন্স পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা বাড়িতে ৬টি পর্যন্ত গাঁজা গাছ লাগাতে পারবেন।
একটি নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠার পর রাজ্যে বিনোদনমূলক গাঁজা সম্ভবত ২০১৬ সালে দোকানে খুচরা বিক্রির অনুমতি মিলবে। মারিজুয়ানা পলিসি প্রকল্পের যোগাযোগ পরিচালক ম্যাসন টিভার্ট বলেন, 'রাজ্যে প্রাপ্তবয়স্কদের গাঁজা সেবনের অনুমতি দেওয়ায় কিছুটা নতুনত্ব এসেছে।'
ম্যাসন টিভার্ট জানান, গত বছরের নভেম্বরে প্রকাশ্যে গাঁজা সেবনের পক্ষে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। শুধু রাজধানীতেই নয়, মধ্যবর্তী ওই নির্বাচনে গাঁজার বৈধতার পক্ষে ভোট দিয়েছেন আলাস্কা ও অরেগনের অধিবাসীরাও। আলাস্কায় নির্বাচনের ওই ফল এখন আইনি ভিত্তি পেল।
টিভার্ট আর জানান, প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজার বৈধতা প্রশ্নে পরবর্তী বছর নেভাদা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটস রাজ্যেও ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৬ সালে ওহিও এবং মিসৌরিতে গাঁজার ব্যবহার বৈধ করতে ভোট গ্রহণের কথা বিবেচনা করা হচ্ছে।
২০১০ সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর গড়ে ৩০ হাজার ৫০ হাজার মানুষ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয়েছে।