0 awesome comments!
শাহরুখের ছবিতে সানি লিওন
কিছুদিন আগে সানি লিওনের সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। সেটার বাস্তবায়ন এখনও দেখা মেলেনি। তবে তার আগে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে সাবেক এই পর্নস্টারকে। বলিউডে গুঞ্জনে শাহরুখের সিনেমা 'রইস' এর আইটেম গানে কোমর দোলাবেন সানি। এই তো কয়েকদিন আগে সবাইকে অবাক করে সানি লিওনের পাশে দাঁড়িয়েছিলেন আমির খান।
টিভি সঞ্চালকের অশালীন প্রশ্নে আমিরের সঙ্গ পেয়ে খুশি হয়েছিলেন সানি। শুধু তাই শেষ নয়, সানির সঙ্গে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন আমির। এরই মধ্যে একেবারে কিং খানের ছবিতে সুযোগ হওয়ায় সানিকে তার বন্ধুরা মজা করে বলছেন, "বাহ্ জি বাহ্, নয়া ফিল্ম, ও ভি শাহরুখকে সঙ্গ, তোফা তোফা"।
টিভি সঞ্চালকের অশালীন প্রশ্নে আমিরের সঙ্গ পেয়ে খুশি হয়েছিলেন সানি। শুধু তাই শেষ নয়, সানির সঙ্গে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন আমির। এরই মধ্যে একেবারে কিং খানের ছবিতে সুযোগ হওয়ায় সানিকে তার বন্ধুরা মজা করে বলছেন, "বাহ্ জি বাহ্, নয়া ফিল্ম, ও ভি শাহরুখকে সঙ্গ, তোফা তোফা"।
Published in
Banglatainment