আজকাল ঈশানা

Rate this item
(2 votes)

লাক্সতারকার খেতাব ঝেড়ে ফেলে একজন মডেল ও অভিনেত্রী হয়ে উঠতে চান মৌনিতা খান ঈশানা। গ্লিটজয়ের সঙ্গে আলাপচারিতায় সম্প্রতি এ মন্তব্য করেন তিনি।

গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হওয়ার পর ব্যস্ততা বেড়েছে তার। সম্প্রতি কাজ শেষ করেছেন তিব্বত লিপজেলের একটি বিজ্ঞাপনের। এটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা আবিদা। খুব শীঘ্রই এটি প্রচারিত হবে বলে জানালেন ঈশানা।

ঈশানা গ্লিটজকে আরও বলেন, “ধারাবাহিকের কাজের চেয়ে এক ঘণ্টার নাটকে কাজ করতেই বেশি ভালো লাগে। একই চরিত্রে বেশিদিন অভিনয় করতেও ভালো লাগে না। লম্বা সিরিয়ালের গল্পে দর্শক বিরক্ত হয়ে পড়ে।”


বর্তমানে তিনি নির্মাতা মঈন খানের ‘কনফিউশন’ নাটকে কাজ করছেন। এই নাটকের কোরিওগ্রাফার চরিত্রে অভিনয় করছেন ঈশানা। নাটকটির কাহিনি সম্পর্কে তিনি জানান, একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। কক্সবাজারের সৈকতে আস্তানা গেড়েছেন নির্মাতা মুরাদ পারভেজ ও কোরিওগ্রাফার ঈশানা। মডেলদের নিয়ে বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়ান ঈশানা। শুটিং শুরুর ঠিক আগে একে একে অপহৃত হতে থাকেন মডেলরা। কারা এই অপহরণকারী এ নিয়ে ধন্দে পড়েন নির্মাতা ও কোরিওগ্রাফার। ঘটতে থাকে উদ্ভট সব কাণ্ড।

শীঘ্রই শাহীন কবির টুটুল, শামীম মাসুদ, আকিব সজীবের এক ঘণ্টার নাটকে কাজ করবেন তিনি।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঈশানা বলেন, “হররোজ সিনেমার অফার আসে। কিন্তু ব্যাটে-বলে মেলে না। সিনেমায় অভিনয়ের জন্য আলাদা প্রস্তুতি লাগে। তাই আর একটু সময় নিয়ে সিনেমার কথা ভাবব। তবে তথাকথিত বাণিজ্যিক ধাঁচের সিনেমায় অভিনয় করতে চাই না।”

বেশ কয়েকটি নাটকে তার বিয়ের ঘটনা দেখা গেলেও, বাস্তবে কবে ঘর বাঁধছেন-- এই প্রশ্নের জবাবে মৃদু হেসে বলেন, “সময় হলেই জানবেন।’’

0 awesome comments!
Scroll to Top