0 awesome comments!
নিরামিষাশী অমৃতা
বলিউডে পাশের বাড়ির মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করে অতশত জনপ্রিয়তা হয়তো পাননি। তবে এবার তিনি নামীদামি তারকাদের কাতারে উঠে এসেছেন। তিনি অমৃতা রাও। প্রাণী অধিকার আদায়ে সোচ্চার সংগঠন পেটার হয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই তারকা।
টি-শার্ট ও শর্টস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ভক্ত, দর্শকদের নিরামিষাশী হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘আমি অমৃতা রাও এবং আমি একজন নিরামিষাশী।’ তিনি এও বলেছেন, ‘খাওয়ার তালিকা থেকে মাংস জিনিসটাকে বাতিল করে দিন। দেখবেন আগের চেয়ে দেখতে আপনাকে অনেক ভালো দেখাবে। এমনকি অনেক স্বস্তিবোধ করবেন আপনি।’
এর আগে শহীদ কাপুর, লারা দত্ত, পামেলা অ্যান্ডারসন, অনিল কুম্বলের মতো তারকারা পেটার জন্য কাজ করেছেন।
টি-শার্ট ও শর্টস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ভক্ত, দর্শকদের নিরামিষাশী হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘আমি অমৃতা রাও এবং আমি একজন নিরামিষাশী।’ তিনি এও বলেছেন, ‘খাওয়ার তালিকা থেকে মাংস জিনিসটাকে বাতিল করে দিন। দেখবেন আগের চেয়ে দেখতে আপনাকে অনেক ভালো দেখাবে। এমনকি অনেক স্বস্তিবোধ করবেন আপনি।’
এর আগে শহীদ কাপুর, লারা দত্ত, পামেলা অ্যান্ডারসন, অনিল কুম্বলের মতো তারকারা পেটার জন্য কাজ করেছেন।
Published in
Banglatainment