0 awesome comments!
সাব্বির তারিনের প্রেমকাহিনী
লেখালেখি এবং নাটক পরিচালনায় দুটোতেই নিয়মিত মীর সাব্বির। ব্যস্ততা তাকে দেয় না অবসর। তবুও কিছুটা অবসর তাকে বের করতে হয় প্রিয়তমা তারিনের জন্য। একসময় চুটিয়ে প্রেম করেছেন দু’জনে। সময়ের পরিক্রমায় দু’জন আজ ভিন্ন জগতের বাসিন্দা।
একদিন সাব্বিরের ফোন পেয়ে বেশ থমকে যায় তারিন। তার লেখা ও পরিচালনায় একটি নাটকে অভিনয় করতে হবে। ভালো স্ক্রিপ্ট ও দক্ষ নির্মাতা হলে কাজ করা উচিত। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তারিন সবসময় এটা মেনে চলেন। কিন্তু সাব্বিরের নাটকে কাজ করবেন কিনা এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। এমন গল্পের একটি নাটকে নাট্যকার নির্মাতা রশিদ ও অভিনেত্রী শায়লার চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তারিন।
মাসুম রেজার রচনা ও সৈয়দ আওলাদের পরিচালনায় ‘পেইন্টার’ শিরোনামের নাটকটি এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে নির্মাতা জানান।
একদিন সাব্বিরের ফোন পেয়ে বেশ থমকে যায় তারিন। তার লেখা ও পরিচালনায় একটি নাটকে অভিনয় করতে হবে। ভালো স্ক্রিপ্ট ও দক্ষ নির্মাতা হলে কাজ করা উচিত। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তারিন সবসময় এটা মেনে চলেন। কিন্তু সাব্বিরের নাটকে কাজ করবেন কিনা এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। এমন গল্পের একটি নাটকে নাট্যকার নির্মাতা রশিদ ও অভিনেত্রী শায়লার চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তারিন।
মাসুম রেজার রচনা ও সৈয়দ আওলাদের পরিচালনায় ‘পেইন্টার’ শিরোনামের নাটকটি এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে নির্মাতা জানান।
Published in
Banglatainment