মেয়েকে ব্রিজ থেকে ফেলে দিল বাবা

Rate this item
(2 votes)

পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন এক পাষণ্ড বাবা। ছুড়ে ফেলার এ দৃশ্য দেখতে পান এক পুলিশ সদস্য। সঙ্গে সঙ্গে ওই বাবাকে আটক করা হয়। পানি থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর বিবিসি অনলাইনের । 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট পিটার্সবুর্গে বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।  

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ বছরের মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলা ওই ব্যক্তির নাম জন জনচাঙ্ক (২৫)। ঘটনার পরই তাকে আটক করা হয়।   

তবে কেন নিজের মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলেছেন, সে বিষয়ে এখনো কিছু বলেননি হত্যাকারী ওই বাবা। জানা গেছে, জনচাঙ্কের বিরুদ্ধে এর আগেও পারিবারিক নির্যাতন মামলা ছিল। অন্য একটি মামলায় তিনি সাজাও খেটেছেন।

0 awesome comments!
Scroll to Top