বাঁচতে হলে একশ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে

Rate this item
(1 Vote)
জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও গ্রহাণু পাতের হাত থেকে রক্ষা পেতে আগামী একশো বছরের মধ্যে মানুষকে অন্যগ্রহে চলে যেতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংস। বিবিসির একটি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিবিসি-র তৈরি একটি তথ্যচিত্রে হকিংস বলেছেন, পৃথিবীতে মানুষের বসবাসের সময় কমে আসছে। ফলে বাঁচতে হলে এখনই মানুষের উচিত অন্য গ্রহে বসবাসের ব্যবস্থা করা। এ ব্যাপারে গত মাসেই তিনি বলেছিলেন, অত্যাধিক প্রযুক্তির ব্যবহার শেষ করে দেবে মনুষ্যজগৎকে। ওয়ার্ল্ড গভর্নমেন্টই একমাত্র রক্ষা করতে পারে এই বিনাশকে।

প্রসঙ্গত, পৃথিবীর বাইরে মহাকাশে কেমন ভাবে দিন কাটাতে পারে মানুষ সেই লক্ষ্যে পৃথিবী ঘুরে বেড়ানোর কথা রয়েছে স্টিফেন হকিংস ও তাঁর প্রাক্তন ছাত্র খ্রিস্টোফা গালফ্রেডের।
0 awesome comments!
Scroll to Top