0 awesome comments!
সুনামির আঘাতে নিশ্চিহ্ন হতে পারে নিউইয়র্ক
একবার চিন্তা করে দেখুন তো বিশাল আটলান্টিকের উন্মত্ত জলরাশি গ্রাস করে নিল আমেরিকার নিউইয়র্ক শহরটাকে৷ হাডসন নদী হারিয়ে গেল সাগরের পেটে৷ ডুবে গেল মার্কিনীদের গর্বের প্রতীক স্ট্যাচু অব লিবার্টি৷ কত মানুষের সলিল সমাধি হতে পারে তার কোনও হিসাব মেলানো যাবে না।
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও মিয়ামি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ভয়ানক এক সুনামিতে৷ স্পেনে ভূমিধ্বসের কারণে সৃষ্টি হবে এক বড় ধরনের সুনামি৷ সেই ঢেউতে চিরতরে পানির তলায় চলে যেতে পারে শহর দুটি৷ ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগ বিষয়ের বিশেষজ্ঞ ড. সিমন ডে জানিয়েছেন, ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।
সেই কারণে আটলান্টিক মহাসাগরে সুনামির আশঙ্কা রয়েছে।
এমনিতেই উত্তাল হয়ে থাকে মহাসাগর আটলান্টিক৷ সুনামির ঢেউতে তার রূপ কীরকম হবে তা ভেবেই আশঙ্কিত বিজ্ঞানীরা৷ তাদের ধারণা, মহাপ্রলয়ের ফলে ১০ ফুট উঁচু ঢেউ ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে৷ এর রেশ ছড়াবে মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে৷ সেই ধংসলীলা আরও ছড়িয়ে পড়বে৷ তাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে নিউইয়র্ক, বস্টন ও মিয়ামি৷
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও মিয়ামি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ভয়ানক এক সুনামিতে৷ স্পেনে ভূমিধ্বসের কারণে সৃষ্টি হবে এক বড় ধরনের সুনামি৷ সেই ঢেউতে চিরতরে পানির তলায় চলে যেতে পারে শহর দুটি৷ ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগ বিষয়ের বিশেষজ্ঞ ড. সিমন ডে জানিয়েছেন, ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।
সেই কারণে আটলান্টিক মহাসাগরে সুনামির আশঙ্কা রয়েছে।
এমনিতেই উত্তাল হয়ে থাকে মহাসাগর আটলান্টিক৷ সুনামির ঢেউতে তার রূপ কীরকম হবে তা ভেবেই আশঙ্কিত বিজ্ঞানীরা৷ তাদের ধারণা, মহাপ্রলয়ের ফলে ১০ ফুট উঁচু ঢেউ ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে৷ এর রেশ ছড়াবে মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে৷ সেই ধংসলীলা আরও ছড়িয়ে পড়বে৷ তাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে নিউইয়র্ক, বস্টন ও মিয়ামি৷
Published in
Khobor Tobor