0 awesome comments!
লন্ডনের রাস্তায় শিক্ষার্থীদের উন্মাদনা
গোটা ইংল্যান্ডের প্রায় ৮০ হাজার নতুন শিক্ষার্থী দাপিয়ে বেড়ালো রাস্তা। তাদের কেউ উল্টে পড়ে ছিল ফুটপাতের পাশে, কেউ অর্ধনগ্ন, কেউ জুতা হারিয়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। শেষ উইকএন্ডে লন্ডনের চেহারা এমনই। আর এসবই ঘটিয়েছে লন্ডনের কলেজ পড়ুয়ার দল।
ইংল্যান্ডজুড়ে চলছে ‘ফ্রেশারস উইক’। আর তা উদযাপন করতে গিয়ে আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীর দল রাতে ভিড় বাড়াচ্ছে পাব, বার, ডান্স ফ্লোরে।
দীর্ঘক্ষণ চলছে হৈ হুল্লোড়। সবচেয়ে বাড়াবাড়ি হয়েছে শেষ উইকএন্ডে। গত শনিবার আর রবিবার রাতে শিক্ষার্থীদের উন্মাদনায় অস্থিরতার সৃষ্টি হয়েছিল চারদিকে। আগেই সব বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেয়া হয়েছিল, ঝামেলা এড়াতে রাস্তায় অদৃশ্য নিরাপত্তারক্ষী থাকবে।
কোন বিশ্ববিদ্যালয়ের শিক্থার্থীরা বেশি গোলমাল পাকাচ্ছে তা রিপোর্ট যাবে।
ইংল্যান্ডজুড়ে চলছে ‘ফ্রেশারস উইক’। আর তা উদযাপন করতে গিয়ে আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীর দল রাতে ভিড় বাড়াচ্ছে পাব, বার, ডান্স ফ্লোরে।
দীর্ঘক্ষণ চলছে হৈ হুল্লোড়। সবচেয়ে বাড়াবাড়ি হয়েছে শেষ উইকএন্ডে। গত শনিবার আর রবিবার রাতে শিক্ষার্থীদের উন্মাদনায় অস্থিরতার সৃষ্টি হয়েছিল চারদিকে। আগেই সব বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেয়া হয়েছিল, ঝামেলা এড়াতে রাস্তায় অদৃশ্য নিরাপত্তারক্ষী থাকবে।
কোন বিশ্ববিদ্যালয়ের শিক্থার্থীরা বেশি গোলমাল পাকাচ্ছে তা রিপোর্ট যাবে।
Published in
Khobor Tobor