0 awesome comments!
ভারতে মুস্তাফিজকে নিয়ে মাতামাতি
সানরাইজার্স হায়দরাবাদ ফেসবুকে তাদের অফিসিয়াল ফ্যান পেজে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ছবি দিয়ে স্ট্যাটাসে লিখেছে, ‘মুস্তাফিজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে তার মূল্য কী! রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তার গ্রেট স্পেলটি স্মরণীয় হয়ে থাকবে।’ স্ট্যাটাসটি দেওয়ার পর ঘণ্টা খানেকের মধ্যে ২০ হাজার ‘লাইক’ পড়ে যায়। কমেন্ট ৫শ’ ছাড়িয়ে যায়, ঝড়ো গতিতে শেয়ার হতে থাকে স্ট্যাটাসটি। অধিকাংশ কমেন্টই ভারতীয় সমর্থকদের।
সানরাইজার্স হায়দরাবাদ হারলেও মুস্তাফিজ সবার মন জয় করে নিয়েছেন। শান রেড্ডি নামে হায়দরাবাদের এক সমর্থক তার মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয় এবারের আইপিএলে সেরা বোলার মুস্তাফিজুর।’ বিপুল চন্দ্র লিখেছেন, ‘এ মুহূর্তে বিশ্বে গ্রেট বোলার মুস্তাফিজ। হায়দরাবাদের সৌভাগ্য এমন একজন বোলারকে পেয়েছে।’ কাসারাপু লিখেছেন, ‘মুস্তাফিজ যদি ওই সময় ওয়াটসন ও ডি ভিলিয়ার্সকে আউট না করতেন আরও অনেক বেশি রান হতো। সত্যি চোখ ধাঁধানো বোলিং।
টুর্নামেন্টের সব ম্যাচেই যদি মুস্তাফিজ খেলেন তবে তার ধারে-কাছেও ভিড়তে পারবে না কোনো বোলার। তিনি সময় সময় যে বোলিং দাপট দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ কিশোর জ্যোতি লিখেছেন, ‘কী ব্রিলিয়ান্ট বোলিং অ্যাকশন! এভাবে বোলিং করতে থাকলে খুব তাড়াতাড়ি বোলিং কিংবদন্তি হয়ে যাবেন মুস্তাফিজ।’ হায়দরাবাদের অধিনায়ক মুস্তাফিজকে দিয়ে বল করিয়েছেন কঠিন সময়ে। কাটার মাস্টার প্রথম দুই ওভার করেছেন পাওয়ার প্লেতে, দ্বিতীয় স্পেলে দুই ওভার করেছেন স্লগ ওভারে।
সানরাইজার্স হায়দরাবাদ হারলেও মুস্তাফিজ সবার মন জয় করে নিয়েছেন। শান রেড্ডি নামে হায়দরাবাদের এক সমর্থক তার মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয় এবারের আইপিএলে সেরা বোলার মুস্তাফিজুর।’ বিপুল চন্দ্র লিখেছেন, ‘এ মুহূর্তে বিশ্বে গ্রেট বোলার মুস্তাফিজ। হায়দরাবাদের সৌভাগ্য এমন একজন বোলারকে পেয়েছে।’ কাসারাপু লিখেছেন, ‘মুস্তাফিজ যদি ওই সময় ওয়াটসন ও ডি ভিলিয়ার্সকে আউট না করতেন আরও অনেক বেশি রান হতো। সত্যি চোখ ধাঁধানো বোলিং।
টুর্নামেন্টের সব ম্যাচেই যদি মুস্তাফিজ খেলেন তবে তার ধারে-কাছেও ভিড়তে পারবে না কোনো বোলার। তিনি সময় সময় যে বোলিং দাপট দেখিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ কিশোর জ্যোতি লিখেছেন, ‘কী ব্রিলিয়ান্ট বোলিং অ্যাকশন! এভাবে বোলিং করতে থাকলে খুব তাড়াতাড়ি বোলিং কিংবদন্তি হয়ে যাবেন মুস্তাফিজ।’ হায়দরাবাদের অধিনায়ক মুস্তাফিজকে দিয়ে বল করিয়েছেন কঠিন সময়ে। কাটার মাস্টার প্রথম দুই ওভার করেছেন পাওয়ার প্লেতে, দ্বিতীয় স্পেলে দুই ওভার করেছেন স্লগ ওভারে।
Published in
Talk of the nation