বাংলাদেশ-ভারত সিরিজের ভাগ্য নির্ধারণ আজ

Rate this item
(1 Vote)
ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বাংলাদেশ ক্রিকেট দলকে কখনও আমন্ত্রণ জানায়নি। গত বছর দ্বিতীয়বারের মত বিসিসিআইয়ের দায়িত্ব নিয়ে প্রয়াত জগমোহান ডালমিয়া বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চুক্তি করেছিলেন। মূলত সেই সূত্র ধরে আগামী আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে খেলতে আমন্ত্রণ জানানোর কথা বিসিসিআইয়ের।

তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। আজ মঙ্গলবার এ নিয়ে মু্ম্বাইয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে আজ বৈঠকে বসবেন তিনি। বিসিসিআই কার্যালয়ে দুপুরেই এই বৈঠকটি হওয়ার কথা।

সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির টিকেটিং ও লজিস্টিক কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশে কয়টি এবং কোন ফরম্যাটের ক্রিকেট খেলবে সেসব চূড়ান্ত হবে বলে জানান তিনি। তবে আগের মৌখিক আলোচনা অনুযায়ী একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। টেস্ট ম্যাচটির জন্যে ডালমিয়া ইডেন গার্ডেনকে বেছে নিয়েছিলেন। তবে যতটুকু জানা গেছে ইডেনে টেস্ট ম্যাচ আয়োজনে রাজী নয় বিসিবি! ইডেনের পরিবর্তে বেঙ্গালুরুতে টেস্ট আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি। কেননা ওই সময়ে কলকাতায় বৃষ্টির মৌসুম। কারণ অবশ্য এটাও নয়। ইডেনে না খেলার ব্যাপারে বিসিবির ভিন্ন মত সুযোগ সুবিধা কম।

শেখ সোহেল বলেন, ‘শুধু টেস্ট নয়, আমরা টেস্টের পাশাপাশি একাধিক ওয়ানডে ম্যাচের আয়োজনের প্রস্তাব দিয়েছি। মঙ্গলবার এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।’
0 awesome comments!
Scroll to Top