'একাকী স্টেটাস' ঘোচাতে...

Rate this item
(1 Vote)

কথায় আছে, টাকা দিয়ে নাকি ভালোবাসা কেনা যায় না। সত্যিই কি তাই ? এক চীনা যুবক নিজের ‘একাকী স্টেটাস’ ঘোচাতে কিন্তু টাকার ক্ষমতাই দেখাতে চেয়েছিলেন। কিন্তু তাতেও প্রেমিকার মন পায়নি সে। পুরো দুই বছরের বেতনের টাকা দিয়ে ৯৯টি আইফোন ৬-এস কিনেছিলেন ওই প্রেমিক। তারপর এগুলো দিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে নিজের পছন্দের মেয়েটিকে ভালোবাসার কথা জানাতে গিয়েছিলেন। তাতেও মন গলানো যায়নি ওই পাষাণির! পেশায় প্রোগ্রাম ইঞ্জিনিয়ার ওই যুবক একাই রয়ে গেলেন।

ঘটনাটি ১১ নভেম্বরের। এ তারিখটি চীনে ‘সিঙ্গলস ডে’ হিসেবে পালন করা হয়। অনেকটা ভ্যালেন্টাইস ডে'র আদলে। তাই নিজের মনের মানুষটিকে মনের কথা জানাতে ১১ নভেম্বরকেই বেছে নিয়েছিলেন ওই প্রোগ্রামার। নিজের দু’বছরের বেতনবাবদ পাওয়া ৮২ হাজার ডলার দিয়ে কিনেছিলেন ৯৯টি আইফোন। কিন্তু এত করেও যে মন পাননি তিনি।

এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চীনা যুবককে নিয়ে অনেকেই ব্যাঙ্গাত্মক পোস্ট  ছেড়েছেন। ফেসবুক-ট্যুইটারে ব্যর্থ ওই চীনা প্রেমিককে নিয়ে শেয়ার হচ্ছে অসংখ্য পোস্ট। 'ওহে প্রেমিক, মন খারাপ নয়, বরং হেসে ওঠো। প্রেমিকা নেই তো কি হয়েছে, আইফোন আছে নাং- এমন মন্তব্য ছোড়া হচ্ছে তাকে সান্ত্বনা দিতে।

0 awesome comments!
Scroll to Top