সন্তানকে হ্যান্ডব্যাগে ভরে পালাল মা

Rate this item
(1 Vote)

সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক তুঘলকী কা- ঘটে গেছে। আল-কাসিমি হাসপাতালে এক নারী তার নবজাত সন্তানকে হ্যান্ডব্যাগে ভরে হাসপাতাল থেকে পালিয়েছেন।

হাসপাতালের সার্ভিলেন্স ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য দেখে পুলিশ নারীকে হন্য হয়ে খুঁজছে।

গালফ নিউজ জানায়, নাম না জানা মিসরীয় ওই নারীর বয়স ৩৯। পুলিশ বলছে, তিনি সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে থাকছেন।

এর আগেও একবার হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে না পেরে সেবার ধরা পরে যান। তারপর জিজ্ঞাসাবাদে জানান, কয়েকমাস আগে স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে স্বামীর কোনো খবর নেই।

ওই ঘটনার কিছুদিন পরই এই ঘটনা ঘটল। পালানোর সময় তার পড়নে হিজাব। হ্যান্ডব্যাগে ছিল কয়েকদিন আগে প্রসব করা ছেলে সন্তান।

0 awesome comments!
Scroll to Top