প্রত্যেক মেয়ের ব্যাগে যে ১১ জিনিস রাখা ভালো
ভ্রমণকালে কিংবা সাধারণ সময়ে মেয়েদের কিছুটা বড় হ্যান্ডব্যাগ বহন করতে দেখা যায়। আর এ ব্যাগে অনেকেই বহু অপ্রয়োজনীয় জিনিস রেখে ভর্তি করে। তবে প্রয়োজনের সময় দেখা যায়, দরকারি জিনিসটি নেই।
এ লেখায় থাকছে ১১টি দরকারি জিনিসের কথা। মায়ের কাছে বেড়াতে গিয়ে হঠাৎ করে রাতটা থেকে আসার সিদ্ধান্ত থেকে শুরু করে হঠাৎ করে কোনো ভ্রমণের সিদ্ধান্ত পর্যন্ত যেকোনো কাজে ঝামেলা এড়াতে এই ১১টি জিনিস সঙ্গে রাখা যেতে পারে।
১. জরুরি রূপচর্চা সামগ্রী
মেয়েদের কাছে রূপচর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি ছাড়া কোনো ব্যাগ বহন করার অর্থই হয় না। তাই ব্যাগেও সব সময় রূপচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রী রাখা যেতে পারে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে সম্পূর্ণ রূপচর্চার সামগ্রী ব্যাগে রাখার সুযোগ নেই। শুধু নিজের প্রতিদিন প্রয়োজন হয়, এমন কয়েকটি সামগ্রী রাখতে হবে।
২. মিনি টুথব্রাশ
মায়ের বাসায় গিয়ে আপনার মুখ থেকে দুর্গন্ধ ছড়াক তা নিশ্চয়ই চাইবেন না। আর মুখের এ দুর্গন্ধ দূর করার জন্য দাঁত ব্রাশ করার বিকল্প নেই। আর এ জন্য প্রয়োজন ব্যাগে একটি টুথব্রাশ রাখা। যদি বড় ব্রাশ রাখতে সমস্যা হয় তাহলে মিনি টুথব্রাশের কথা চিন্তা করতে পারেন।
৩. প্যাড ও টিসু পেপার
প্রয়োজনের সময় প্যাড ও টিসু পেপারের যে কতখানি দরকারি তা না বললেও চলে। আর এ বিষয়টিও অনেক মেয়ে প্রয়োজনমতো বহন করে না। আপনার যদি খুব শীিগগিরই এগুলো প্রয়োজন না হয়, তার পরও বহন করতে ভুলবেন না। কারণ বিপদ বলে কয়ে আসে না। আর আপনি ছাড়াও কোনো বান্ধবীর বিপদেও এটি কাজে লাগতে পারে।
৪. আরামদায়ক পোশাক
মায়ের বাড়িতে হঠাৎ করে থাকার সিদ্ধান্ত নিলে রাতে ঘুমানোর জন্য আরামদায়ক পোশাক পরার প্রয়োজন তো হবেই। আর এ জন্য এক সেট পোশাক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে এ জিনিসটি ব্যাগে রাখা ঝামেলার। তাই হালকা পোশাক আরেকটি ছোট ব্যাগে ভরে তা ফিতা দিয়ে পেঁচিয়ে নেওয়া যেতে পারে। এতে জিনিসটি কম জায়গা নেবে।
৫. নেইল কাটার
প্রয়োজনের সময় নখ বড় থাকলে তা নানা সমস্যা তৈরি করতে পারে। বড় নখ যেমন স্মার্টফোনের স্ক্রিনে দাগ বসাতে পারে তেমন খাবার প্রস্তুত ও খাওয়ার সময়েও তা ঝামেলা করতে পারে। তাই একটি নেইল কাটার ব্যাগে রাখা খুবই প্রয়োজনীয়।
৬. ফেস ওয়াশ
ফেস ওয়াশ ব্যবহারকারীরা এর প্রয়োজনীয়তা জানেন। আর ছোট আকারের একটি ফেস ওয়াশ ব্যাগে রাখলে তা আপনার ভালোভাবে মুখ ধোয়ার প্রয়োজনীয়তা পূরণ করবে।
৭. চিমটা
অনেক মেয়েই অপ্রয়োজনীয় চুল তুলে ফেলার জন্য চিমটা ব্যবহার করেন এবং তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই নিয়মিত ব্যবহারকারীদের কাছে এটি রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
৮. হাত পরিষ্কারের উপকরণ
হাত যদি ঠিকঠাক পরিষ্কার করা না যায় তাহলে খাওয়া-দাওয়ার সময় পেটে জীবাণু প্রবেশ করে পেটের গ-গোল ঘটাতে পারে। তাই হাত ধোয়ার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার যাই হোক না কেন, ব্যাগে একটি উপাদান রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
৯. মোবাইল ফোন চার্জার
মোবাইল ফোন চার্জ করার করার জন্য চার্জারের প্রয়োজনীয়তা রয়েছে। আর এটি যদি প্রয়োজনের মুহূর্তে না থাকে তাহলে মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়ে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই মোবাইল চার্জার ব্যাগে রাখা খুবই দরকার।
১০. মিনি পারফিউম
নিয়মিত পারফিউম ব্যবহারকারীদের কাছে এর প্রয়োজনীয়তা বলে বোঝানো যাবে না। আর আপনার যদি পারফিউমের মিনি বোতল থাকে তাহলে প্রয়োজনের মুহূর্তে ব্যবহারের জন্য তা ব্যাগেই রাখুন।
১১. হেডফোন বা ইয়ারফোন
বেড়াতে গিয়ে গান শোনার জন্য মোবাইল ফোনের স্পিকার ব্যবহার মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এতে অন্যের বিরক্তির কারণ হতে পারেন। এ ছাড়া অধিকাংশ ফোনে রেডিও চালানোর জন্য ইয়ারফোনের দরকার হয়। এ ছাড়া এয়ারফোনের আরেকটি ব্যবহার আছে, যা প্রয়োজনের মুহূর্তে আপনার কাজে লাগতে পারে। সেটা হলো শব্দ কমাতে। যদি আপনার পাশের ব্যক্তির নাক ডাকা অভ্যাস থাকে তাহলে এটি ব্যবহার করে দেখতে পারেন। শব্দ অনেক কমে যাবে, আপনার ঘুমও আরামদায়ক হবে।