পকেটমারের উৎপাতে আইফেল টাওয়ার বন্ধ

Rate this item
(1 Vote)

পটেকমারের দৌরাত্মে একদিন বন্ধ থাকল বিশ্বের পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল ফ্রান্সের আইফেল টাওয়ার।

ফ্রান্সের প্যারিসে ১২৬ বছর আগে নির্মিত লোহার এ টাওয়ারটি দেখতে প্রতিবছর গড়ে এক কোটি লোক সেখানে যান। পৃথিবীর যে সব দর্শনীয় স্থানে বেশি পর্যটক যান আইফেল টাওয়ার তার অন্যতম। ২০১৪ সালে দুই কোটি দুই লাখ লোক টাওয়ারটি দেখতে যান। কিন্তু উন্নত বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির একটি দেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ দর্শনীয় স্থানটির আশপাশ ভরে গেছে পকেটমারে। সাম্প্রতিক সময়ে পকেটমারদের উৎপাত এতোটাই বেড়েছে যে তাদের কাছে হেনস্তা হতে হচ্ছে সেখানকার কর্মচারীদের। তাই শুক্রবার টাওয়াটির কর্মচারীরা এর প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নেন। ফলে শুক্রবারের জন্য আইফেল টাওয়ার বন্ধ হয়ে যায়। শনিবার আবারও টাওয়ারটি খুলে দেওয়া হবে।

কোম্পানির পক্ষ থেকে টাওয়ার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। প্রতিদিন অনেক পর্যটক এসব পকেটমারের কবলে পড়ছেন বলে জানান কর্মচারীরা। ২০১৩ সালেও পকেটমারের কারণে টাওয়ারটি বন্ধ হওয়ার ঘটনা ঘটে

0 awesome comments!
Scroll to Top