সিংহের পায়চারিতে থেমে গেল শহরের ট্র্যাফিক!
বনের রাজা সিংহ ব্রিজের ওপর হঠাৎ পায়চারি করতে শুরু করলেন! সবাই আঁটোসাটো হয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে বসে রয়েছে।
দক্ষিণ আফ্রিকার এই ব্রিজে এত গাড়ি দেখে প্রথমে কিছুটা বিরক্তি দেখালো সিংহটি। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ি দেখে ব্রিজের ওপর রোদ পুইয়ে পায়চারি করতে শুরু করল।
সাহসী কয়েকজন গাড়ি থেকে মোবাইল, ক্যামেরা বের করে সিংহ বাবাজির প্রকাশ্য পায়চারি ক্যামেরাবন্দি করল। প্রায় আধাঘণ্টা চলল সিংহ বাবাজির 'ইভিনিং ওয়াক'।
ব্রিজের সামনেই দক্ষিণ আফ্রিকার কুর্গার ন্যাশানাল পার্ক। সেখান থেকেই হঠাৎ ব্রিজ পরিদর্শনে এসে পড়েছিলেন। বেশ কয়েকটা গাড়ির মডেলও দেখে গেলেন সিংহ বাবাজি।
একজন সেই ব্রিজের ওপর সিংহের পায়চারি ভিডিও রেকর্ডিং করে ইউ টিউবে দিলেন। ব্যস, তাতেই হুমড়ি খেয়ে সেই ভিডিও দেখার ভিড়। অনেকে আবার ওই আধাঘণ্টায় কয়েকশো ছবি তুললেন। কয়েকজন অবশ্য বললেন, ভয়ে মনে হচ্ছিল হৃদয়টাই হাতে চলে আসবে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=WHTl31xUn5I

ভিক্ষা গ্রহণ করেন ক্রেডিট কার্ডে। আছে নিজস্ব ওয়েবসাইট। জনপ্রিয় সামাজিক…
ক্যামেরার সামনে শুধুমাত্র বিকিনি পরে হাজির হতে রাজি হননি তিনি।…
কান ফোঁড়ানো বাংলাদেশের মতোই অনেক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা…
মানুষ শখ করে তখন বিভিন্ন রকম পশু ও পাখিকে পোষ…
অপ্রাপ্ত বয়স্ক বালকরা পর্নো ছবিতে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে… 