সিংহের পায়চারিতে থেমে গেল শহরের ট্র্যাফিক!

Rate this item
(9 votes)

বনের রাজা সিংহ ব্রিজের ওপর হঠাৎ পায়চারি করতে শুরু করলেন! সবাই আঁটোসাটো হয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে বসে রয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই ব্রিজে এত গাড়ি দেখে প্রথমে কিছুটা বিরক্তি দেখালো সিংহটি। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ি দেখে ব্রিজের ওপর রোদ পুইয়ে পায়চারি করতে শুরু করল।

সাহসী কয়েকজন গাড়ি থেকে মোবাইল, ক্যামেরা বের করে সিংহ বাবাজির প্রকাশ্য পায়চারি ক্যামেরাবন্দি করল। প্রায় আধাঘণ্টা চলল সিংহ বাবাজির 'ইভিনিং ওয়াক'।

ব্রিজের সামনেই দক্ষিণ আফ্রিকার কুর্গার ন্যাশানাল পার্ক। সেখান থেকেই হঠাৎ ব্রিজ পরিদর্শনে এসে পড়েছিলেন। বেশ কয়েকটা গাড়ির মডেলও দেখে গেলেন সিংহ বাবাজি।

একজন সেই ব্রিজের ওপর সিংহের পায়চারি ভিডিও রেকর্ডিং করে ইউ টিউবে দিলেন। ব্যস, তাতেই হুমড়ি খেয়ে সেই ভিডিও দেখার ভিড়। অনেকে আবার ওই আধাঘণ্টায় কয়েকশো ছবি তুললেন। কয়েকজন অবশ্য বললেন, ভয়ে মনে হচ্ছিল হৃদয়টাই হাতে চলে আসবে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন:

https://www.youtube.com/watch?v=WHTl31xUn5I

0 awesome comments!
Scroll to Top