0 awesome comments!
যে কারণে ছেলেকে টিভি দেখতে দেন না শিল্পা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। নিজের পাশাপাশি তার আশপাশের মানুষের স্বাস্থ্য নিয়েও দারুণ সচেতন। বিশেষ করে শিশুদের ব্যাপারে শিল্পা একটু বেশিই কঠোর।
নিজে অভিনেত্রী হলেও টিভি দেখার অনুমতি পায় না ছেলে! ছেলের ব্যাপারে এখন থেকেই ভীষণ কঠোর মা শিল্পা শেঠি। তিনি জানিয়েছেন, ছেলে ভিয়ানকে টিভি দেখতে দেন না তিনি। তার মতে, টিভির কিছু কিছু শো, আগ্রাসী করে তোলে। সেই কারণে ছেলেকে টিভি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী।
শিল্পা বলেন, ছেলেকে আমি সবসময়ই আগলে রাখি। তবে শিল্পা জানিয়েছেন, ছোটপর্দায় তার প্রথম কাজ রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’ দেখতে উৎসাহিত করবেন ছেলেকে। ছোটদের ওই শো-এর বিচারক শিল্পা।
তিনি বলেন, ৪-৫ বছরের সব খুদেরা অসম্ভব ভালো ডান্সার। বিভিন্ন ধরনের নাচ দেখার সুযোগ পাচ্ছি ওই শোতে।। যা আগে কখনও দেখিনি। ওদের বিচার করা কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই ষো শেষ হওয়ার পর মনোবিদের কাছে যেতে হবে।
বলিউড অভিনেত্রীদের মধ্যে নাচে অন্যতম পারদর্শী শিল্পা। অভিনেতা মিঠুন চক্রবর্ত্তীর নাচের ধরণ তার বেশ পছন্দ। তবে বলিউডে তার ফেবারিট শ্রীদেবী। ‘তাপোরি’ নাচ-ই তার বেশি পছন্দ।
উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হবে কচিকাঁচাদের রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’।
নিজে অভিনেত্রী হলেও টিভি দেখার অনুমতি পায় না ছেলে! ছেলের ব্যাপারে এখন থেকেই ভীষণ কঠোর মা শিল্পা শেঠি। তিনি জানিয়েছেন, ছেলে ভিয়ানকে টিভি দেখতে দেন না তিনি। তার মতে, টিভির কিছু কিছু শো, আগ্রাসী করে তোলে। সেই কারণে ছেলেকে টিভি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী।
শিল্পা বলেন, ছেলেকে আমি সবসময়ই আগলে রাখি। তবে শিল্পা জানিয়েছেন, ছোটপর্দায় তার প্রথম কাজ রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’ দেখতে উৎসাহিত করবেন ছেলেকে। ছোটদের ওই শো-এর বিচারক শিল্পা।
তিনি বলেন, ৪-৫ বছরের সব খুদেরা অসম্ভব ভালো ডান্সার। বিভিন্ন ধরনের নাচ দেখার সুযোগ পাচ্ছি ওই শোতে।। যা আগে কখনও দেখিনি। ওদের বিচার করা কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই ষো শেষ হওয়ার পর মনোবিদের কাছে যেতে হবে।
বলিউড অভিনেত্রীদের মধ্যে নাচে অন্যতম পারদর্শী শিল্পা। অভিনেতা মিঠুন চক্রবর্ত্তীর নাচের ধরণ তার বেশ পছন্দ। তবে বলিউডে তার ফেবারিট শ্রীদেবী। ‘তাপোরি’ নাচ-ই তার বেশি পছন্দ।
উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হবে কচিকাঁচাদের রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’।
Published in
Banglatainment

সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচতে একটি মার্কিন পরিবারের কাছে…
নিঃসন্দেহে কোনও মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার হওয়ার যোগ্য দৃশ্যটা।…
আপনি ক্যান্সারে আক্তান্ত কিনা তা পরীক্ষা করার জন্য ডাক্তারের শরণাপন্ন…
বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়ে শিশুর পরিবর্তে ১১৭টি ছেলে শিশু…
পাঁচ বছরের শিশু কন্যাকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন এক পাষণ্ড… 