ফুলশয্যার বদলে হাসপাতালে!

Rate this item
(1 Vote)

দীর্ঘ প্রায় চার বছর ধরে নিজেদের বিয়ের প্রস্তুতি নিয়েছেন এক ব্রিটিশ দম্পতি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বিয়ের রাতে ফুলশয্যার বদলে হাসপাতালে কাটাতে হয়েছে তাদেরকে! খবর ডেইলি মেইলের

ক্রিস্টি এবং কার্ল নামের ওই দম্পতি বিশ্ববিদ্যালয় জীবন শেষে ২০১০ সালে নিজেদের বাগদান সম্পন্ন করেন। এরপর বিয়ের খরচ মেটাতে চার বছর ধরে প্রস্তুতি নেন দু'জনেই। টাকা পয়সা যোগাড় করতে তাদের প্রায় চারটি বছর কেটে যায়। অবশেষে সবকিছু গুছিয়ে এনে গত আগস্টে বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়তে নিজের অাত্মীয়স্বজনদের সঙ্গে সুস্থ-সবল দেহে তুরস্কে পাড়ি জমান তারা।

বিয়ে সামনে রেখে প্রস্তুতিতে ক্রিস্টি ও কার্ল বেশ সুস্থই ছিলেন। কিন্তু বিয়ের দিনই ঘটে বিপত্তি। ওইদিন সকাল থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকেন ক্রিস্টি। ব্যাপারটা তার আত্মীয়দের জানালে তারা একে নার্ভাসনেস বলে উড়িয়ে দেন। কিন্তু পরক্ষণেই জানতে পারেন বর কার্লও একই অসুস্থতায় ভুগছেন। এরপর ক্রিস্টি বিয়ের অনুষ্ঠান বাতিল করতে চাইলে কার্ল তাকে বাধা দেন।

পরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে, কোনোমতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বর-কনে দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বিয়ের রাত পুরোটাই তারা হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে কাটিয়েছেন।

ক্রিস্টি জানান যে, বিয়ের জন্য চার বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তারা। তাদের পক্ষে ফের বিয়ের আয়োজন করা সম্ভব নয়। এমনকি ওই বিয়ের ব্যয় মেটানোর বিল এখনো তারা পরিশোধ করে যাচ্ছেন। তবে ২৬ বছর বয়সী ক্রিস্টি-কার্লের এই দুর্ভাগ্যের কথা চিন্তা করেই শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য আরেকবার বিয়ে আয়োজনের চেষ্টা চালাচ্ছেন।

0 awesome comments!
Scroll to Top