0 awesome comments!
বিশ্বের সবচে' কমবয়সী বডিবিল্ডার
এই ক্ষুদেদের নাম শুনেই চমকে উঠতে হয়। কেননা এরা বিশ্বের সবচে' কমবয়সী বডিবিল্ডার। যেমন: ক্লদি স্টোর, গিউলিয়ানো স্টোর, মারিয়ানা নোওমোভা, নাওমি কুতিন ইত্যাদি। জেনে নিন ক্ষুদে বলিবিল্ডার সম্পর্কে নানা তথ্য।
ক্লাউদিউ স্টোর: ক্লাউদিউ স্টোরের বয়স মাত্র ৭। বড় ভাই গিউলিয়ানোকে অনুকরণ করেই শরীর সচেতন হয়েছে ক্লাউদিউ। প্রতিদিন ২ ঘণ্টা করে ব্যায়াম করেন ক্লাউদিউ। গিউলিয়ানো স্টোর: ৯ বছরের গিউলিয়ানো স্টোর তার ভাই ক্লাউদিউর সঙ্গে পাল্লা দিয়ে ব্যায়াম করে। এইটুকুন ছেলে নিজের শরীরকে যতটা দর্শনীয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। মারিয়ানা নোওমোভা: মাত্র ১৩ বছরে ২৪০ পাউন্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে নজর কেড়ে নেয়। ১২ বছর বয়সে ১৫৪ পাউন্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছিল মারিয়ানা নোওমোভা। নাওমি কুতিন: ২০১২ সালে বিশ্বের বিস্ময় হিসেবে পরিচিতি পায় নাওমি কুতিন। ৯৭ পাউন্ড পাওয়ারলিফটে প্রতিযোগিতা করতে নেমে ২১৫ পাউন্ড ওয়েট লিফট করে চমক সৃষ্টি করে। এখন বয়স ১৩।
ক্লাউদিউ স্টোর: ক্লাউদিউ স্টোরের বয়স মাত্র ৭। বড় ভাই গিউলিয়ানোকে অনুকরণ করেই শরীর সচেতন হয়েছে ক্লাউদিউ। প্রতিদিন ২ ঘণ্টা করে ব্যায়াম করেন ক্লাউদিউ। গিউলিয়ানো স্টোর: ৯ বছরের গিউলিয়ানো স্টোর তার ভাই ক্লাউদিউর সঙ্গে পাল্লা দিয়ে ব্যায়াম করে। এইটুকুন ছেলে নিজের শরীরকে যতটা দর্শনীয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। মারিয়ানা নোওমোভা: মাত্র ১৩ বছরে ২৪০ পাউন্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে নজর কেড়ে নেয়। ১২ বছর বয়সে ১৫৪ পাউন্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছিল মারিয়ানা নোওমোভা। নাওমি কুতিন: ২০১২ সালে বিশ্বের বিস্ময় হিসেবে পরিচিতি পায় নাওমি কুতিন। ৯৭ পাউন্ড পাওয়ারলিফটে প্রতিযোগিতা করতে নেমে ২১৫ পাউন্ড ওয়েট লিফট করে চমক সৃষ্টি করে। এখন বয়স ১৩।
Published in
Khobor Tobor