0 awesome comments!
যে গাছ থেকে 'রক্ত' বের হয় (ভিডিও)
জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। কিন্তু তাই বলে গাছের রক্তও থাকবে! অবাক হলেও বাস্তব ঘটনা এটাই। অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে একধরণের গাছ রয়েছে যাদের গা বেয়ে রক্ত ঝরে। আর গাছটি কাটলে গলগল করে সেখান থেকে রক্ত বেরোতে থাকে। গাছটির নাম Corymbia opaca।
আবার এর এই বিশেষ বৈশিষ্টের জন্য একে ব্লাডউড বলা হয়। ৮ থেকে ১০ মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছগুলি অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় জন্মে থাকে। মুলত এই গাছের কষের রং লাল হওয়ায় এটি দেখতে রক্তের মত মনে হয়। প্রথম দর্শনে এই কষ দেখে সবাই রক্ত বলেই মনে করে। আফ্রিকার ড্রাগন গাছের কষও অনেকটা এরকমই।
ভিডিও দেখতে ক্লিক করুন
আবার এর এই বিশেষ বৈশিষ্টের জন্য একে ব্লাডউড বলা হয়। ৮ থেকে ১০ মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছগুলি অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় জন্মে থাকে। মুলত এই গাছের কষের রং লাল হওয়ায় এটি দেখতে রক্তের মত মনে হয়। প্রথম দর্শনে এই কষ দেখে সবাই রক্ত বলেই মনে করে। আফ্রিকার ড্রাগন গাছের কষও অনেকটা এরকমই।
ভিডিও দেখতে ক্লিক করুন
Published in
Khobor Tobor