নতুন বিজ্ঞাপনে শখ

Rate this item
(1 Vote)
দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি স্টেপ ফুটওয়্যারের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন তিনি বিজ্ঞাপনী সংস্থা এ্যাড সাইনের ব্যানারে নির্মিত জিঙ্গেলসমৃদ্ধ এ বিজ্ঞাপনচিত্রে শখের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মডেল ফারহান ও আরিফ। শাহীন সরকারের পরিচালনায় এ বিজ্ঞাপনে একজন অসাধারণ রূপবতী হয়ে দর্শকদের সামনে হাজির হবেন শখ- এমনটিই জানিয়েছেন তিনি।

পাশাপাশি ফুটিয়ে তুলবেন স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যটির গুণাগুণ। এর জিঙ্গেল করেছেন ভারতের জিঙ্গেল বিশারদ দেব জিৎ। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে শখ বলেন, ‘অনেকদিন পর নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। এতে আমাকে কিছুটা নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে, বলা যায় ফুটওয়্যার পণ্যটির জন্য। সব মিলিয়ে কাজ ভালো হয়েছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’

বিজ্ঞাপনচিত্র নির্মাণ প্রসঙ্গে এ্যাড সাইনের কর্ণধার মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা বরাবরই কাজের ব্যাপারে দারুণ চুজি। এর আগে আমাদের হাউস থেকে যত বিজ্ঞাপন নির্মিত হয়েছে তার প্রায় সবক’টি দেশের বিখ্যাত তারকারা মডেল হয়েছেন। সময়ের চাহিদায় এই পর্বে শখকে নেয়া হয়েছে। ভিএফএক্স-এ নির্মিত এই বিজ্ঞাপনে তিনি দারুণ পারফর্ম করেছেন।’ শিগগিরই দেশের সবক’টি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়।
0 awesome comments!
Scroll to Top