0 awesome comments!
অভিনেতা রাজাক আর নেই
অভিনয় দিয়ে মানুষকে আর হাসাবেন না বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজাক খান। পৃথিবীর মায়া ত্যাগ করে গত মঙ্গলবার মারা গেছেন তিনি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রাজাক খান। মঙ্গলবার রাতে হার্ট অ্যাটাক হয় রাজাক খানের। পরে হলি ফ্যামিলি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমা জগতে ২৩ বছর কাজ করেছেন রাজাক খান। ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- হেরা ফেরি, হ্যালো ব্রাদার, জরু কা গোলাম, কেয়া কুল হ্যায় হাম। 'বাদশা' সিনেমার 'মানিকচান্দ' চরিত্রে অভিনয় করে তিনি খ্যাত লাভ করেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রাজাক খান। মঙ্গলবার রাতে হার্ট অ্যাটাক হয় রাজাক খানের। পরে হলি ফ্যামিলি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমা জগতে ২৩ বছর কাজ করেছেন রাজাক খান। ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- হেরা ফেরি, হ্যালো ব্রাদার, জরু কা গোলাম, কেয়া কুল হ্যায় হাম। 'বাদশা' সিনেমার 'মানিকচান্দ' চরিত্রে অভিনয় করে তিনি খ্যাত লাভ করেন।
Published in
Banglatainment

হগউইড এমন এক গাছ যার রস যেখানে লাগবে, জ্বালিয়ে পুড়িয়ে…
প্রেম করে প্রথমে গোপনে বিয়ে। এরপর ২৪ ঘণ্টা ব্যবধানে পারিবারিকভাবে…
হেঁটে গেলে সময় লাগতো ৫ মিনিট। কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছানোর…
হিমঘরে ১১ ঘণ্টা থাকার পর হঠাৎ জেগে উঠলেন এক নারী!…
বিয়ের আসরে সবাই হই-হুল্লোড়ে ব্যস্ত। বিয়ের আসরে শেরওয়ানি পরে ঘুরে… 