ভারতের বাইরে আইপিএল চান না শাহরুখ

Rate this item
(1 Vote)
বেশ কিছুদিন হলো ভারতের মিডিয়ায় গুঞ্জন চলছে দেশের বাইরে আয়োজন করা হবে আইপিএলে। মহারাষ্ট্র থেকে আইপিএলের সব ম্যাচ সরিয়ে নেয়ার পর থেকেই এ গুঞ্জন। তবে দেশের বাইরে আইপিএলে হবে এই বিষয়টির বিরোধীতা করেছিলেন অনেকেই। এবার সেই একই পথে হাঁটলেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানও।

তিনি জানিয়ে দিলেন দেশের বাইরে আইপিএল হওয়ার পক্ষপাতী নন তিনি। তিনি বলেন, ব্যবসা ও সমর্থকের কথা ভাবলে দেখা যাবে ভারতেই সব থেকে বেশি মানুষ ক্রিকেট দেখে। যে কারণে আইপিএল এখানেই হওয়া উচিত। এই টি২০ টুর্নামেন্ট এখানেই শুরু হয়েছিল এবং এতেও কোনও সন্দেহ নেই যে এই টুর্নামেন্ট এখানেই থাকা উচিত।

২০০৯ সালে নির্বাচনের জন্য পুরো টুর্নামেন্ট সরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ২০১৪ তে আইপিএলের ১৫টি ম্যাচ খেলা হয়েছিল আমিরশাহীতে। শাহরুখের মতে, ভারতই ক্রিকেট লিগের জন্য সেরা জায়গা। জায়গা বদলে গেলে আইপিএল ব্র্যান্ডের হয়ত কোনও সমস্যা হবে না। কিন্তু নিজের মাঠ নিজেরই হয়। যেমন ইডেন গার্ডেন একটাই। দক্ষিণ আফ্রিকা বা আবুধাবির মানুষরাও ভালো সমর্থক। কিন্তু আমরা নিজের সমর্থক ও নিজের মাঠকে মিস করেছি।
0 awesome comments!
Scroll to Top