অফিস বয় থেকে বিমান চালক

Rate this item
(1 Vote)
এয়ার এশিয়ার অফিস বয় থেকে বিমানের চালক হয়েছেন ভারতের ৩১ বছরের কুগান তাঙ্গিসুরান। ৯ বছর ধরে টানা ১১ বার পরীক্ষা দিয়েছেন তিনি। এর মধ্যে ১০ বারই ফেল করেছেন। সর্বশেষ ১১ বারের বার পরীক্ষা দিয়ে পাশ করলেন কুগান।

হয়ে গেলেন এয়ার এশিয়ার বিমান চালক। অধ্যাবসায়ে কিনা হয়? তারই প্রমাণ দিলেন ভারতীয় এই যুবক। আজ থেকে প্রায় ২৩ বছর আগে ৮ বছরের এক ছোট্ট বালক স্বপ্ন দেখেছিল 'সে পাইলট হবে'।

স্কুলে বন্ধুরা যখন একে একে বলেছে, 'আমি ডাক্তার/ইঞ্জিনিয়ার হব', তখনও তাঁর কণ্ঠ কেঁপে ওঠেনি। বরং সোজা মেরুদণ্ড আর দৃপ্ত কণ্ঠে ম্যাডামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, 'আমি পাইলট হতে চাই'।

বাবা মায়ের হাত ধরে যখন প্রথমবার মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পা রেখেছিল সে, বাবাকে বলেছিল, "তুমি দেখো, আমি একদিন ওই আকাশযানের চালক হব"। মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছেলের আকাশের পথকে শাসন করার স্বপ্ন সাধ্যের মধ্যে ছিল না। বার বার চেষ্টা করেও হারতে হয়েছে। তবুও দমে যাননি তিনি।

দীর্ঘ নয় বছরে, এগারো বারের চেষ্টায় সফল ৩১ বছরের এই যুব্ক। এয়ার এশিয়া বিমানের সমস্ত ট্রেনিং সম্পন্ন করে এবার বিমান চালাবেন কুগান ।
0 awesome comments!
Scroll to Top