নববর্ষে নতুন অ্যালবাম আসবে

Rate this item
(2 votes)
নাজমুন মুনিরা ন্যান্সি। কণ্ঠশিল্পী। প্লেব্যাকের পাশাপাশি তিনি ব্যস্ত আছেন চতুর্থ একক অ্যালবামের কাজ নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে_

ঘোষণা দেওয়ার পরও একক অ্যালবাম প্রকাশ না করার কারণ কী?

আমি নই, অ্যালবাম প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডটেক অ্যালবাম প্রকাশের তারিখ পিছিয়ে দিয়েছে। ইচ্ছা ছিল ভালোবাসা দিবসে চতুর্থ একক অ্যালবাম প্রকাশ করব। সে অনুযায়ী কাজও শেষ করেছিলাম। শেষ পর্যন্ত প্রযোজকের অনুরোধে ভালোবাসা দিবসের পরিবর্তে বাংলা নববর্ষে এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যালবামে কোন ধরনের গান প্রাধান্য দিয়েছেন?

শুরু থেকেই পরিকল্পনা ছিল চতুর্থ এককটি হবে ভক্ত-শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের উপহার। সে কারণে মেলো-রোমান্টিক গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছিল। নাম দেওয়া হয়েছে 'ভালোবাসো বলেই'। একটা কথা না বললেই নয়, ভালোবাসা দিবসের জন্য তৈরি করলেও এর গানগুলো সবসময়ই শোনার মতো। কিছু গান শ্রোতাদের মনে দাগ কাটবে বলেই আমার ধারণা। সব গানই লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।

নিয়মিত নতুন গানে কণ্ঠ দিচ্ছেন, কখনও কি আগে থেকে বুঝতে পারেন কোন গানটি শ্রোতাদের মাঝে সাড়া জাগাবে?

অনেক গান আছে, যেগুলো রেকর্ড করতে গিয়ে মনে হয়েছে, গানটি শ্রোতাদের মাঝে সাড়া জাগাবে এবং অনেকদিন বেঁচে থাকবে। প্রথমেই বলব, 'দ্বিধা' গানটির কথা। মারজুক রাসেলের লেখা এবং হাবিবের সুর ও সঙ্গীতায়োজন আমাকে মুগ্ধ করেছিল। অনুমান করেছিলাম, এটি হবে আমার ক্যারিয়ারের অন্যতম একটি গান। একইভাবে 'আকাশ ছোঁয়া ভালোবাসা' ছবির 'পৃথিবীর যত সুখ', 'সুইটহার্ট' ছবির 'ভালোবাসাই হলো না' থেকে শুরু করে 'আনন্দের গান-২' মিশ্র অ্যালবামের 'চাঁদের আলোয় মুখটা তোমার' গানটি নিয়ে বেশ আশাবাদী ছিলাম।

আজকাল নতুনদের সঙ্গে বেশি কাজ করছেন, কারণটা বলবেন?

গীতিকার-সুরকার কিংবা সঙ্গীত পরিচালক নবীন না প্রবীণ তা নিয়ে খুব বেশি ভাবি না। যে গান গাইব, তার কথা ও সুর শ্রোতাদের ভালো লাগবে কি-না সেটা ভেবে দেখি। এজন্য জনপ্রিয়দের পাশাপাশি তরুণদের সঙ্গেও কাজ করতে ভালো লাগে।
0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top