0 awesome comments!
নতুন বিজ্ঞাপনে মৌ
দুই বছর বিরতি দিয়ে আবার বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। এবার তাঁকে একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনে দেখা যাবে। নির্মাতাদের সঙ্গে এ বিজ্ঞাপনটির বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। বর্তমানে কলকাতায় সপরিবারে অবস্থানরত মৌ জুলাইয়ের শুরুতেই ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় এ বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেবেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন কিরণ মেহেদী।
এ ব্যাপারে কিরণ মেহেদী বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল মৌকে নিয়ে বিজ্ঞাপনচিত্রের কাজ করব। সেটা কেন যেন আগে হয়ে ওঠেনি। এবারের সুযোগটা যখন এল, তা আর হাতছাড়া করিনি। ৪০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রটি হবে কাহিনি-নির্ভর।
এ ব্যাপারে কিরণ মেহেদী বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল মৌকে নিয়ে বিজ্ঞাপনচিত্রের কাজ করব। সেটা কেন যেন আগে হয়ে ওঠেনি। এবারের সুযোগটা যখন এল, তা আর হাতছাড়া করিনি। ৪০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রটি হবে কাহিনি-নির্ভর।
Published in
Banglatainment