যৌনসুখের বিনিময়ে ড্রাইভিং প্রশিক্ষণ
আমাদের দেশে কিংবা দেশের বাইরে সাধারণত অর্থের বিনিময়ে ড্রাইভিং প্রশিক্ষক দেওয়া হয়। কিন্তু এদিন থেকে একেবারে ব্যাতিক্রম নেদারল্যান্ডস। সেখানে টাকার বদলে যৌন সম্পর্ক চাইতে পারেন ড্রাইভিং প্রশিক্ষক। আপনি শুনে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। নেদারল্যান্ডে দেহ ব্যবসা বৈধ হওয়ার পর থেকে 'রাইড ফর এ রাইড' নামের একটি নতুন আইন প্রচলন করেছে দেশটির সরকার। এই আইন অনুযায়ী কোনো প্রাপ্ত বয়স্ক ছাত্রীকে প্রশিক্ষণ দেয়ার পর তার থেকে টাকা না চেয়ে যৌন সুখ চাইতে পারেন প্রশিক্ষক। সেই প্রশিক্ষকের যদি বৈধ এসকর্ট লাইসেন্স থাকে তাহলে সেই যৌন সম্পর্ককেও বৈধ হিসেবেই ধরা হবে। সেই লাইসেন্স অনুযায়ী ওই প্রশিক্ষককে ট্যাক্সও জমা দিতে হবে। তবে অনেকেই এই নতুন আইন নিয়ে একেবারেই খুশি নন। তাঁদের মতে, এই আইন ঠিক কাজ করেনি। এই ধরনের কাজকে কখনওই বৈধ বলা যেতে পারে না। আবার অনেকের মতে, যদি টাকার বদলে যৌন আইনকে বৈধ ধরা হয়ে থাকে, তাহলে তা দেহ ব্যবসার সমতুল্যই।

তরুণীর নগ্ন গোসলের দৃশ্য, কিশোরীর নগ্ন দেহাংশের ছবি নেটে এখন…
এক ছাত্রকে ধর্ষণের দায়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কার্ডিনাল ম্যাকক্যারিক উচ্চ…
মাত্র এক সপ্তাহেই চাকরি খোয়ালেন সহ-শিক্ষিকা জেম্মা লেয়ার্ড। তাঁর বিরুদ্ধে…
প্লেন তখন আকাশে উড়ছে। আচমকা জ্ঞান হারালেন পাইলট। ছোট জেট…
সেতুটিকে দেখলে অনেকে রোলারকোস্টার ভেবে ভুল করেও ফেলতে পারেন। কারণ,… 