আত্মহত্যা করতে গিয়ে মিলল ১৭ হাজার ইউরো

Rate this item
(2 votes)

ঘটনাটি ঘটেছে শনিবার অস্ট্রিয়ায়। সেখানে এক লোক ঠিক করলেন আত্মহত্যা করবেন। কিন্তু ভাগ্যের ফেরে আত্মহত্যা করতে তো পারলেনই না, উল্টে পেয়ে গেলেন কয়েক হাজার পাউন্ড! ঘটনার দিন দানিয়ুব নদীর তীরে দাঁড়িয়েছিলেন তিনি। লোকটাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় অনেকেরই। কিন্তু বাধা দেবার আগেই ঝাঁপ দেন ওই ব্যক্তি। ইতোমধ্যে পুলিশও চলে আসে উদ্ধারের জন্য। ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখে পানিতে হাজার হাজার ইউরো ভাসছে। বেশির ভাগই ৫০ ও ১০০ ইউরোর নোট।

ওই ব্যক্তিকে তো উদ্ধার করলোই, সেইসাথে উদ্ধার হলো নোটগুলো। উদ্ধার হওয়া নোটের মূল্য প্রায় ৭১ হাজার পাউন্ড। পুলিশ নোটের মালিকের সন্ধান করেও পায়নি।  এদিকে, পুলিশের হাতে উদ্ধার হওয়া লোকটির মুখে হাসিও ফুটেছে। কারণ অস্ট্রিয়ার আইন অনুযায়ী হারানো নোটের মালিককে খুঁজে না পাওয়া গেলে তার মালিক হন যিনি কুড়িয়ে পেয়েছেন সেই ব্যক্তি। মরতে এসে মরা তো হলো না, উল্টে পেয়ে গেলেন উদ্ধার হওয়া নোট মূল্যের ১০ শতাংশ।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top