0 awesome comments!
বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া, রাস্তায় নগ্ন হলেন তরুণী!
রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন এক প্রেম যুগল। হঠাৎ রেগে গেলেন তরুণী। আলোচনা উত্তপ্ত থেকে আরও উত্তপ্ত হতে থাকল। পাস দিয়ে হেটে যাচ্ছেন মানুষ। কিন্তু সে বিষয়ে হুশ নেই যুগলের। আলোচনা ধীরে ধীরে ঝগড়ার আকার নেয়। কথা বলতে বলতেই যুবককে ধাক্কা দেন তরুণী। ঝগড়ার কোন সমাধান সূত্র না পেয়ে শেষমেশ তরুণী বিবস্ত্র হতে শুরু করেন। প্রথমে নিজের টপ। এরপর একে একে প্যান্ট থেকে যাবতীয় পরিধেয়। অবাক হয়ে যান প্রেমিক।
নিজের প্রেমিকা এমন উদ্ভট কাণ্ড ঘটাবেন তা কল্পনাও করেননি ওই যুবক। আর তরুণীর এই কাণ্ড দেখে হতবাক চলতি পথের মানুষ। আর যা হবার তাই হলো। এ সময় তরুণীকে বিবস্ত্র অবস্থায় দেখে চোখ গোল গোল করে দেখতে শুরু করে সবাই। সম্প্রতি ঘটা চাইনিজ যুগলের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
Published in
Khobor Tobor