0 awesome comments!
কবরের ভিতর থেকে চিৎকার!
সন্তানসম্ভবা ১৬ বছরের মেয়েটিকে মৃত ভেবে কবর দিয়েছিল তার পরিবার। খুব জোরে কোন বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে মারা যায় গর্ভে তিন মাসের সন্তান থাকা হন্ডুরাসের মেয়ে নেইজি পেরেজ। এরপর তাকে নিয়ম মেনে কবর দেয় পরিবারের লোক।
এদিকে পেরেজের মৃত্যুতে শোকে ভেঙে পড়ে তার স্বামী। পরদিনই পেরেজের সমাধিস্থলে যান তিনি। কবরের সামনে গিয়েই একটা আওয়াজ শুনতে পান তার স্বামী। কেউ যেন হেল্প, হেল্প বলে চিৎকার করছে। বুঝতে পারেন সেই আওয়াজটা কবরের ভিতর থেকে আসছে এবং ওটা তার স্ত্রীর গলা। স্বামীর বুঝতে অসুবিধা হয়নি পেরেজ তখনও বেঁচে আছেন। সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে এসে কফিন খুলে বের করে আনা হয় পেরেজকে। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পেরেজকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তাররা জানান, জীবিত অবস্থাতেই পেরেজকে কবর দেওয়া হয়।
Published in
Khobor Tobor