কৃত্রিম প্রজননে বাবা হচ্ছেন গুপ্তচর

Rate this item
(4 votes)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আটক কিউবার একজন গুপ্তচর কৃত্রিম প্রজননের মাধ্যমে পিতা হতে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমনিতে কারাগারে আটক গুপ্তচরদের সঙ্গে কারো দেখা করার রীতি নেই। তবে গত ১৬ বছর ধরে কারাগারে আটক থাকা ওই নাগরিককে কৃত্রিম প্রজননের মাধ্যমে পিতা হতে তারা সাহায্য করেছেন।

কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ভালো হচ্ছে, এবং তারই আওতায় জেরার্দো হারনান্দেজ নামে ওই গুপ্তচরকে গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়। তার স্ত্রী অ্যাদ্রিয়ানা পেরেজ আগামী দু’সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেবেন।

তবে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেমোক্র্যাট সিনেটার প্যাট্রিক লেহির এক অনুরোধের পর নথিপত্র ঘেঁটে তারা দেখতে পান বন্দীর কৃত্রিম প্রজননের অনুমতি আগেও দেওয়া হয়েছে। এ কারণে পানামায় অ্যাদ্রিয়ানা পেরেজের সঙ্গে এই কৃত্রিম প্রজনন ঘটানো হয়েছে বলে বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top