0 awesome comments!
স্মার্ট ফোনের পর এবার স্মার্ট কনডম!
স্মার্ট ফোনের পর এবার বাজারে এলো স্মার্ট কনডম! বিশেষ এই কনডম শুধু জন্মনিয়ন্ত্রণেই ভূমিকা রাখবে না, জানিয়ে দেবে ব্যবহারকারীর শারীরিক সক্ষমতা। একইসঙ্গে আগাম সতর্ক করবে বিভিন্ন যৌনরোগের আশংকা সম্পর্কে।
বিশ্বের প্রথম এই স্মার্ট কনডমের নাম ‘আই.কন। ’ বিশেষ এই স্মার্ট কনডমে যুক্ত থাকবে ন্যানো চিপ, যা তাকে অন্য কনডম থেকে আলাদা করেছে। পাওয়া যাচ্ছে ‘ব্রিটিশ কনডমস’ ওয়েবসাইটে। দাম ৭৪ ডলার। ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকার মতো। ২০১৭ সালের শেষ নাগাদ এটি বাজারজাত শুরু হতে পারে বলে জানা গেছে।
প্রস্তুতকারীদের দাবি, ‘আই.কন’ ব্যবহারকারীর সক্ষমতা সম্পর্কে তথ্য দেবে। জানা যাবে, সঙ্গমের ফলে কতটা ক্যালরি শক্তি খরচ হচ্ছে, অঙ্গ সঞ্চালনের গতি বা পরিমান। জানিয়ে দেবে কতক্ষণ স্থায়ী হল মিলন। সব থেকে বড় সুবিধা হল, এই কনডম আগাম সতর্ক করবে ক্ল্যামিডিয়া, সিফিলিসের মতো মারাত্মক রোগ সম্পর্কে। কোনও সঙ্গীর থেকে যৌনসংসর্গ-জনিত সংক্রমণ থেকেও রক্ষা করবে।
বিশ্বের প্রথম এই স্মার্ট কনডমের নাম ‘আই.কন। ’ বিশেষ এই স্মার্ট কনডমে যুক্ত থাকবে ন্যানো চিপ, যা তাকে অন্য কনডম থেকে আলাদা করেছে। পাওয়া যাচ্ছে ‘ব্রিটিশ কনডমস’ ওয়েবসাইটে। দাম ৭৪ ডলার। ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকার মতো। ২০১৭ সালের শেষ নাগাদ এটি বাজারজাত শুরু হতে পারে বলে জানা গেছে।
প্রস্তুতকারীদের দাবি, ‘আই.কন’ ব্যবহারকারীর সক্ষমতা সম্পর্কে তথ্য দেবে। জানা যাবে, সঙ্গমের ফলে কতটা ক্যালরি শক্তি খরচ হচ্ছে, অঙ্গ সঞ্চালনের গতি বা পরিমান। জানিয়ে দেবে কতক্ষণ স্থায়ী হল মিলন। সব থেকে বড় সুবিধা হল, এই কনডম আগাম সতর্ক করবে ক্ল্যামিডিয়া, সিফিলিসের মতো মারাত্মক রোগ সম্পর্কে। কোনও সঙ্গীর থেকে যৌনসংসর্গ-জনিত সংক্রমণ থেকেও রক্ষা করবে।
Published in
Khobor Tobor