ভিক্ষার সকল অর্থই দান করলেন ৭৫ বছরের বৃদ্ধ!

Rate this item
(1 Vote)
ভারতের বিজয়ওয়াড়া শহরে পচাত্তর বছরের এক বৃদ্ধ মন্দিরের সামনে বসে ভিক্ষা করে জমিয়ে ছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। আর সে টাকা মন্দিরে দান করে দেবতাকে সাজিয়ে দিলেন রুপোর অলঙ্কারে। তিনি জানান, ঈশ্বরের কাছ থেকে পাওয়া ধন ঈশ্বরকেই ফিরিয়ে দিতে হয়। ভরণ-পোষণের জন্য যতটুকু লাগে ব্যস ততটুকুই। বাকিটা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়াই আমার কর্তব্য।

শ্রীঅরবিন্দের এই বাণী বিজয়ওড়ারার ইয়াদি রেড্ডি শুনেছেন কিনা জানা নেই। কিন্তু ভিক্ষার ধন সম্বল করে তিনি যা করেছেন, তাতে অনিবার্য ভাবে মনে চলে আসে এই ঋষি বিপ্লবীর কথা। তিনি টানা পয়তাল্লিশ বছর রিকশা টেনেছেন। শরীর ভাঙতে শুরু করার পর পেট চালাতে মাধুকরীকেই বেছে নেন তিনি। বিজয়ওয়াড়া শহরের কোড়ান্ডা রামালয়ম মন্দিরের সামনে ভিক্ষে করেন ইয়াদি রেড্ডি। পুণ্যার্থীদের দয়ায় যেটুকু জোটে, তাতে দিন চলে যায়। তারপরেও পড়ে থাকে কিছু। তিলতিল করে তা জমিয়েই এ চমক দিলেন তিনি।
0 awesome comments!
Scroll to Top