ড্রাগ সেবনে সেরা আইকিউ!

Rate this item
(1 Vote)

গরমে বা ঠাণ্ডায় সামান্য সর্দি-কাশি সহ্য করতে না পেরে আমারা ওষুধ সেবন করি। আর এই কারণে অকারণে ওষুধ খাওয়ার অভ্যেসই নাকি পরবর্তীকালে বহু অজানা রোগের জন্ম দেয়। এতদিন যাবৎ চিকিৎসাবিজ্ঞান এমনটা দাবি করলেও এবার সেই তথ্যকে মিথ্যা প্রমাণিত করেছেন লস এঞ্জলসের বাসিন্দা রিক রসনার। বিজনেস জিনিয়াস ডিকশনারির সমীক্ষা অনুযায়ী তিনিই বিশ্বের দ্বিতীয় সেরা আইকিউ সম্বলিত মানুষ। প্রথমে রয়েছেন গ্রিক ডাক্তার ইভানগেলোস কাটসিওলিস।

রিকের আইকিউ ১৯২। কিন্তু এর রহস্যটা কি? শক্ত চেয়ার চেপে ধরুন কারণ উত্তরটা শুনলে ছিটকে যেতে পারেন। উত্তরদাতা রিক জানাচ্ছেন রোজ প্রায় ৩৮ রকমের ড্রাগ বা ওষুধ থেকে তৈরি মিশ্রণ দৈনিক সেবন করে তিনি নিজের আইকিউ এরকম অসম্ভব স্তরে নিয়ে গেছেন। সেই ড্রাগের তালিকায় ক্যাফিন থেকে শুরু বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, অ্যাসপিরিনের মতো নানা ওষুধ রয়েছে। এসবই তিনি দীর্ঘজীবী হতে এবং মস্তিষ্কের ক্ষমতাবৃদ্ধি করতে কাজে লাগান। যেমন অ্যাসপিরিন ব্যবহার করেন তিনি মগজের প্রোটিন কনটেন্ট বের করে ফেলেন যা আদতে মানুষের আইকিউ বাড়াতে সাহায্য করে। এর সঙ্গে বাড়তি সংযোগ দিনে তিন চারবার জিমে গিয়ে শরীরচর্চা।

কিন্তু এত আইকিউ নিয়ে রিক করেন টা কি? আপাতত ৫৪ বছর বয়সী রিক বেকার। কিন্তু নিজের বই ‘ডাম্বাস জিনিয়াস’ লেখার কাজে কিছুটা ব্যস্ত। কয়েকদিন আগে পর্যন্ত তিনি টিভি চ্যানেলের জন্য চিত্রনাট্য লেখার কাজ করতেন। তারও আগে পেশাদার ন্যুড মডেল হিসেবে কাজ করেছেন। শেষ ২০ বছর ধরে লস এঞ্জলসে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন বিশ্বের দ্বিতীয় সেরা আইকিউ-এর মানুষটি।

0 awesome comments!
Scroll to Top