ফেসবুকে 'ভাইরাল' যে নারীর ভিডিও

Rate this item
(1 Vote)
মুখোশ পড়া একটা মুখ। গাড়ির স্টিয়ারিংয়ে হাত। মুখোশটাও চেনা চেনা। স্টার ওয়ার্সের চিউবাকার মত দেখতে। গাড়ি চালাচ্ছে আর পাগলের মত হাসছে সে। ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেল ভিডিওটি। তার নাম ক্যানডেস পায়েন। টেক্সাসের বাসিন্দা।

গাড়িতে বসে চিউবাকার মুখোশ পড়ে ফেসবুকে একটি লাইভ ভিডিও রেকর্ড করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, মুখোশটি মুখ খুললেই ঘড়ড়ড় করে আওয়াজ বেরোচ্ছে।

ফেসবুকে এই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ২৪ ঘণ্টায় প্রায় ৭ কোটি ২০ লাখ মানুষ ওই ভিডিওটি দেখেছেন। এমনকী টুইটারেও ট্রেন্ডিং হয়ে যায় সেটি। গোটা ঘটনায় যথেষ্ট মজা পেয়েছেন পায়েন। লিখেছেন, "I'm such a happy Chewbacca"।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top