তাজমহলে ভূত!

Rate this item
(1 Vote)

ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, কেউ চোখের উপর হাত রেখে আঙুলের ফাঁক দিয়ে উঁকি মারছে পর্দায়, কারও পপকর্ন ধরা হাতটা আটকে রয়েছে মুখের কাছে, আবার কেউ কেউ নখের আঁচড়ের আলপনা কাটছে তার পুরুষ সঙ্গীটির হাতে। ভূতের সিনেমা মানেই যে কোন হলের এই একই দৃশ্য। তবে ভয় যতই পাক না কেন ভূতের সিনেমা কিন্তু চিরকাল হিট। ভয় পেতেই তো সিনেমা দেখতে আসা। আর এই ভূতপ্রমীদের জন্য রয়েছে সুখবর। ‘রাগিণী এম এম এস’-এর পর বলিউডের তৈরি হতে চলেছে আরও একটি ভূতের সিনেমা নাম ‘ভূত ডট কম’।

ছবিটি পরিচালনা করছেন রঞ্জিত শর্মা। সম্প্রতি আগ্রার তাজমহলে শুরু হয়ে গিয়েছে ছবিটির শ্যুটিংও। তবে এত জায়গা থাকতে তাজমহল কেন?  আরে ছবির যে ভূত সে তো ঘুরে বেড়ায় সারা তাজমহল জুড়ে। আর সেই ভূতের খোঁজেই আগ্রাতে ছুটে আসেন ছবির নায়ক। এখান থেকেই গল্পের সূত্রপাত। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গেহেনা ভাসিস্ত, সানি পাহুজা, ও আগ্রার স্থানীয় কিছু অভিনেতাদের।

তবে প্রথম দিনের শ্যুটিং দেখতে আসা দর্শকরা বলছেন,  শ্যুটিং দেখে ভয়ে শরীরটা কেমন শিরশির করছে। সুতরাং বোঝাই যাচ্ছে সিনেমা হলে পিলে চমকে দেবে ‘ভূত ডট কম’।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top