0 awesome comments!
ভায়াগ্রা দিয়ে ভোট কিনছেন প্রার্থীরা!
দক্ষিণ কোরিয়াতেও এখন জোরেশোরে বইছে ভোটের হাওয়া। আর সেই হাওয়াতেই ভেসে আসা খবর, ঘরে ঘরে ভায়াগ্রা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শুনতে একটু অবাক লাগলেও সম্প্রতি এই অভিযোগ উঠেছে রাজধানী সিওল থেকে মাত্র ৩০ কিলোমিটার দক্ষিণে সুওন সিটিতে। সন্দেহ নেই, অভিনব প্রচেষ্টা।
যৌনতার হাতছানি এড়িয়ে যেতে পারেন না অনেকেই। তাই বয়সোচিত বা অন্য কারণে যাঁরা লিঙ্গশৈথিল্যে ভুগছেন, অথচ পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন, তাঁদের দিকে সুবিধের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রার্থীরা। তুলে দিচ্ছেন যৌনতার সহায়ক ওষুধ। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুওনে। এ ঘটনার অভিযোগ উঠার পর অবশ্য নড়ে চড়ে বসেছে সিটি প্রসিকিউটর।
জানানো হয়েছে, 'আমাদের কাছে অভিযোগ এসে পৌঁছিয়েছে। তবে বিষয়টি সত্যি কি না, তা এখনও নির্ধারিত হয়নি। সত্যি হলে যাঁরা এই কাজ করে ভোট কিনতে চেয়েছেন, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে''।
ভোট কেনা অপরাধ ঠিকই! তবে, এক্ষেত্রে বিষয়টি একটু বেশিই বিতর্কিত। একেই তো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং অর্থনৈতিক কারণ চাপের মুখে রেখেছে ভোটকে। তার উপরে প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না- এরকম যৌন ওষুধ বিলি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী ভোট কিনতে চাইলে হয় ৫ বছরের কারাবাস, নয় তো ১০ মিলিয়ন কোরিয়ান মুদ্রা বা ওন জরিমানা!
যৌনতার হাতছানি এড়িয়ে যেতে পারেন না অনেকেই। তাই বয়সোচিত বা অন্য কারণে যাঁরা লিঙ্গশৈথিল্যে ভুগছেন, অথচ পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন, তাঁদের দিকে সুবিধের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রার্থীরা। তুলে দিচ্ছেন যৌনতার সহায়ক ওষুধ। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুওনে। এ ঘটনার অভিযোগ উঠার পর অবশ্য নড়ে চড়ে বসেছে সিটি প্রসিকিউটর।
জানানো হয়েছে, 'আমাদের কাছে অভিযোগ এসে পৌঁছিয়েছে। তবে বিষয়টি সত্যি কি না, তা এখনও নির্ধারিত হয়নি। সত্যি হলে যাঁরা এই কাজ করে ভোট কিনতে চেয়েছেন, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে''।
ভোট কেনা অপরাধ ঠিকই! তবে, এক্ষেত্রে বিষয়টি একটু বেশিই বিতর্কিত। একেই তো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং অর্থনৈতিক কারণ চাপের মুখে রেখেছে ভোটকে। তার উপরে প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না- এরকম যৌন ওষুধ বিলি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী ভোট কিনতে চাইলে হয় ৫ বছরের কারাবাস, নয় তো ১০ মিলিয়ন কোরিয়ান মুদ্রা বা ওন জরিমানা!
Published in
Khobor Tobor